আত্মহত্যার চেষ্টার মামলায় জামিন কুণালের

আত্মহত্যার চেষ্টার মামলায় জামিন পেলেন কুণাল ঘোষ। মঙ্গলবার ব্যাঙ্কশাল আদালতের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট সঞ্জয়রঞ্জন পাল ৮০০ টাকার বন্ডের বিনিময়ে তাঁকে ওই মামলায় জামিন দেন। আগামী ২২ ফেব্রুয়ারি ওই মামলার পরবর্তী শুনানি হবে। পুলিশ জানায়, গত বছরের ১৪ নভেম্বর আত্মহত্যার হুমকি দেওয়ার ৭২ ঘণ্টার মধ্যেই প্রেসিডেন্সি জেলের ভিতরে কুণাল ঘোষ ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। সেই অপরাধে তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৯ ধারায় মামলা দায়ের করে হেস্টিংস থানার পুলিশ। প্রেসিডেন্সি জেল ওই থানা এলাকার অধীন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০১৫ ২০:২৫
Share:

আত্মহত্যার চেষ্টার মামলায় জামিন পেলেন কুণাল ঘোষ। মঙ্গলবার ব্যাঙ্কশাল আদালতের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট সঞ্জয়রঞ্জন পাল ৮০০ টাকার বন্ডের বিনিময়ে তাঁকে ওই মামলায় জামিন দেন। আগামী ২২ ফেব্রুয়ারি ওই মামলার পরবর্তী শুনানি হবে।

Advertisement

পুলিশ জানায়, গত বছরের ১৪ নভেম্বর আত্মহত্যার হুমকি দেওয়ার ৭২ ঘণ্টার মধ্যেই প্রেসিডেন্সি জেলের ভিতরে কুণাল ঘোষ ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। সেই অপরাধে তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৯ ধারায় মামলা দায়ের করে হেস্টিংস থানার পুলিশ। প্রেসিডেন্সি জেল ওই থানা এলাকার অধীন। পরে তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যান জেল কর্তৃপক্ষ। চিকিত্‌সকেরা দাবি করেন, কুণাল তাঁদের জানান, জমিয়ে রাখা ২২টি ঘুমের ওষুধ একবারে খেয়ে ফেলেন তিনি।

কী কারণে এ দিন জামিন পেলেন সারদা মামলায় অভিযুক্ত তৃণমূলের সাসপেন্ড হওয়া সাংসদ? কুণালের আইনজীবী অমিত ভট্টাচার্য জানান, আত্মহত্যার চেষ্টার অপরাধ জামিনযোগ্য অপরাধ। সেই কারণে সরকারি আইনজীবীও তাঁর জামিনের বিরোধিতা করেননি।

Advertisement

তবে, এই মামলায় জামিন পেলেও জেল থেকে এখনই ছাড়া পাচ্ছেন না কুণাল। সিবিআই তাঁর বিরুদ্ধে সারদা-র অন্য যে মামলা দায়ের করছে তাতে তাঁকে এখনও জামিন দেয়নি কোনও আদালত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন