ইস্তফায় অনড় নীতীশ, নতুন মুখ্যমন্ত্রী হিসাবে জীতন মাঝির নাম নিয়ে জল্পনা

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ মে ২০১৪ ১৮:১৭
Share:

ইস্তফার সিদ্ধান্তেই অনড় থাকলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সোমবার দুপুর ৩টে নাগাদ পটনায় নিজের সরকারি ভবনে বিধান পরিষদের বৈঠকের পর তিনি ফের জানান, লোকসভা নির্বাচনে দলের ভরাডুবির জন্য মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন। ইস্তফা পুনর্বিবেচনা বা প্রত্যাহারের কোনও প্রশ্নই নেই বলে জানিয়েছেন নীতীশ কুমার। তিনি বলেন, “আবেগের বশবর্তী হয়ে এই সিদ্ধান্ত নিইনি। এটি আমার নৈতিক দায়িত্ব।” মঙ্গলবার নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হবে বলে এ দিন দলের তরফে জানানো হয়েছে। এ বিষয়ে বিহারের রাজ্যপাল ডি ওয়াই পাটিলের কাছে সময় চেয়ে নেওয়া হয়েছে। তবে দলীয় সূত্রে খবর, সম্ভাব্য নতুন মুখ্যমন্ত্রী জীতন রাম মাঝির নাম প্রস্তাব করেছেন বিহারের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতীশ।

Advertisement

ষোড়শ লোকসভা নির্বাচনে বিহারের ৪০টির মধ্যে কেবলমাত্র ২টি আসন পায় জেডিইউ। এর দায় নিয়ে শনিবার ইস্তফা দেওয়ায় তা প্রত্যাহারের দাবিতে তাঁকে আবেদন-নিবেদন করতে থাকেন দলীয় নেতা-কর্মীরা। তা বিবেচনার জন্য সোমবার পর্যন্ত সময়ও নিয়েছিলেন তিনি। কিন্তু শেষমেশ তাঁর পুরনো সিদ্ধান্তেই অটল থাকলেন নীতীশ কুমার।

বিহারের জেডিইউ সভাপতি বশিষ্ঠ নারায়ণ সিংহ এ দিন জানান, ইস্তফার বিষয়টি মেনে নিয়ে নতুন মুখ্যমন্ত্রী বাছার জন্য নীতীশ কুমারকে দায়িত্ব দিয়েছে পরিষদ। এ ছাড়া, দলীয় নেতৃত্ব সামলানোর সঙ্গে সঙ্গে নীতীশ কুমার রাজ্য সরকার ও দলের মধ্যে সমন্বয় রক্ষা করবেন বলে এ দিন পরিষদীয় দলের বৈঠকে স্থির হয়েছে। বৈঠকে জেডিইউ-র সভাপতি শরদ যাদব এবং সাধারণ সম্পাদক কে সি ত্যাগীর উপস্থিতিতে সর্বসম্মতিতে এই প্রস্তাব পাশ হয়। প্রস্তাবে আরও বলা হয়েছে, ২০১৫-র বিধানসভা নির্বাচনে নীতীশ কুমারের নেতৃত্বেই লড়বে দল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement