Kolkata Metro

আবার মেট্রোবিভ্রাট! নেতাজি এবং টালিগঞ্জ স্টেশনের মাঝে থমকে মেট্রো, ময়দান থেকে ক্ষুদিরাম বন্ধ পরিষেবা

বছরের শেষ রবিবারেও ব্লু লাইনে ব্যাহত মেট্রো পরিষেবা। নেতাজি এবং টালিগঞ্জ স্টেশনের মাঝে থমকাল পাতালরেল পরিষেবা। আপাতত ভাঙাপথে মেট্রো পরিষেবা চলছে ময়দান এবং দক্ষিণেশ্বর স্টেশনের মধ্যে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৫ ১২:০৫
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

বছরের শেষ রবিবারেও ব্লু লাইনে ব্যাহত মেট্রো পরিষেবা। নেতাজি এবং টালিগঞ্জ স্টেশনের মাঝে থমকাল পাতালরেল পরিষেবা। লাইনে যান্ত্রিক ত্রুটির কারণেই এই বিভ্রাট বলে মেট্রোর একটি সূত্র মারফত জানা গিয়েছে। রবিবার বেলায় দক্ষিণেশ্বরগামী একটি মেট্রো নেতাজি স্টেশনে ঢোকার আগেই হঠাৎ দাঁড়িয়ে পড়ে। আধ ঘণ্টারও বেশি সময় ওই অবস্থাতেই দাঁড়িয়েছিল মেট্রোটি। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ওই রেক থেকে যাত্রীদের নিরাপদে নামিয়ে আনার কাজ চলছে।

Advertisement

আপাতত ভাঙাপথে মেট্রো পরিষেবা চলছে ময়দান এবং দক্ষিণেশ্বর স্টেশনের মধ্যে। বছরের শেষ রবিবারে অফিসযাত্রীদের ভিড় না-থাকলেও বহু মানুষ ঘুরতে বেরিয়েছেন। এই অবস্থায় ব্লু লাইনে মেট্রো পরিষেবা ব্যাহত হওয়ায় অসুবিধার সম্মুখীন হয়েছেন তাঁরা। মেট্রোর তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, ওই মেট্রোর চালক ইমারজেন্সি ব্রেক কষেন। কিন্তু কী কারণে চালক ব্রেক কষে মেট্রোটিকে থামালেন, তা স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

মাঝপথে মেট্রো থমকে যাওয়ার পরেই রেকের ভিতর বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায় বাতানুকূল ব্যবস্থা (এসি)-ও। দমবন্ধকর অবস্থায় আতঙ্কিত হয়ে পড়েন অনেক যাত্রীই। আধ ঘণ্টা পর ওই রেক থেকে যাত্রীদের নামিয়ে আনা হয়।

Advertisement

এর আগে গত শুক্রবার সন্ধ্যায় নেতাজি ভবন স্টেশনে এক যাত্রী চলন্ত মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। এর ফলে ব্যাহত হয়েছিল পরিষেবা। দক্ষিণেশ্বর থেকে ময়দান এবং মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত পরিষেবা মিলছিল ওই সময়ে। প্রায় এক ঘণ্টা পর সম্পূর্ণ পথে পরিষেবা শুরু হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement