ইয়েমেনে মার্কিন ড্রোন হানায় হত ১৮

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০১৪ ১৮:৫১
Share:

ইয়েমেনে মার্কিন ড্রোন হানায় সন্দেহভাজন ১৫ আল কায়দা জঙ্গি-সহ নিহত ১৮ জন। সরকারি সূত্রে জানা গিয়েছে, মধ্য বাইদা থেকে দক্ষিণের শাবোয়া প্রদেশে যাওয়ার সময় জঙ্গিদের গাড়ির উপর অতর্কিতে হামলা চালায় মার্কিন ড্রোন। ঘটনাস্থলেই মারা যায় গাড়ির আরোহী-সহ ১৫ জন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এই সময় আক্রান্ত গাড়ির পাশ দিয়ে যাচ্ছিল অন্য একটি গাড়ি। ড্রোন হামলায় সেই গাড়ির ৩ সাধারণ যাত্রীও মারা যান। ওসামা বিন লাদেনের জন্মভূমি আরবীয় মালভূমির অন্তর্গত ইয়েমেন আলকায়দার শক্ত ঘাঁটি বলেই পরিচিত। মার্কিন যুক্তরাষ্ট্রে বহু জঙ্গি হামলার সঙ্গে জড়িয়েছে ইয়েমেনের নাম। আলকায়দা জঙ্গিদের ‘খতম’ করতে তাই এ দেশে নিয়মিত ড্রোন হামলা চালায় আমেরিকা।

Advertisement

বিভিন্ন মানবাধিকার সংগঠন এই ড্রোন হামলার প্রতিবাদ করলেও থামেনি মার্কিন অভিযান। জঙ্গি দমনে ড্রোন হামলাই একমাত্র অস্ত্র, মার্কিন এই যুক্তি মেনে নিয়েছেন ইয়েমেনের প্রেসিডেন্ট আবদ্রাবু মনসুর হাদিও। সম্প্রতি এক সাক্ষাত্কারে তিনি এই কথা জানিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন