টানা তিন দিনের বৃষ্টিতে ওড়িশার কোরাপুট জেলায় ব্যাহত জনজীবন। রবিবার জেলার আপত্কালীন দফতরের আধিকারিক রামেশ্বর প্রধান জানান, প্রবল বৃষ্টিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে জেপুর এবং বুড়িগুম্মা ব্লক।
দফতরের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, জেপুরে ১২৭টি, বুড়িগুম্মায় ১০৭টি এবং কোরাপুটে ১টি বাড়ি সম্পূর্ণ ভেঙে গিয়েছে। ২৭ থেকে ২৯ জুলাই—এই তিন দিনের টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে ২৩৫টি বাড়ি, ৪টি সেতু এবং ১০টি বাঁধ। পালি নদী প্লাবিত হওয়ায় কোরাপুট এবং নবরঙ্গপুর জেলার মধ্যে সড়ক যোগাযোগ ব্যাবস্থাও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে বৃষ্টিতে ফসলের ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। এ বিষয়ে শীঘ্রই তথ্য সংগ্রহ করে রাজ্য সরকারের কাছে রিপোর্ট পেশ করা হবে বলে জানিয়েছেন রামেশ্বর প্রধান।