পাড়ার অসহায় কুকুরদের খেতে দেওয়ার ‘অপরাধে’ নৃশংস ভাবে খুন হলেন এক প্রৌঢ়। ঘটনাটি ঘটেছে হাওড়ার দক্ষিণ বাকসাড়ায়। মৃতের নাম বাণীশ্বর সাউ(৫০)। খুনের অভিযোগে শম্ভু বাগ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
বাণীশ্বরবাবু হাওড়া জুট মিলের কর্মী ছিলেন। এলাকায় পশু প্রেমী বলে পরিচিত বাণিশ্বরবাবু সারমেয়দের খেতে দেওয়া থেকে শুরু করে অসুস্থ হলে তাদের চিকিত্সাও করতেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত এগারোটা নাগাদ বাণীশ্বরবাবু স্থানীয় একটি মন্দিরের পাশে পাড়ার কুকুরদের খেতে দিয়েছিলেন। কুকুরদের খাওয়ানোয় আপত্তি করেন শম্ভু বাগ নামে এক ব্যক্তি। এর পর দু’জনের মধ্যে বচসা শুরু হয়। তখনই অভিযুক্ত শম্ভু বাগ বাণীশ্বরবাবুকে পিটিয়ে নৃশংস ভাবে খুন করে।
স্থানীয় সূত্রে খবর, সেই সময় বিশ্বকাপ ফুটবল চলায় সবাই খেলা দেখতে ব্যস্ত ছিলেন। তাই ঘটনাটি নজরে আসেনি স্থানীয় বাসিন্দাদের। পরে তারাই পুলিশকে খবর দেয়। পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে। অভিযুক্তের বিরুদ্ধে ৩০২ ধারায় মামলা রুজু করা হয়েছে।