কোবানেতে তীব্রতা বাড়ল মার্কিন বিমান হানার

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০১৪ ১৮:৫৯
Share:

আইএস-এর হামলায় কোবানে ছেড়ে তুরস্কের আশ্রয় শিবিরে কুর্দ শিশু। ছবি: এএফপি।

কোবানেতে বিমান হামলার তীব্রতা বাড়াল মার্কিন বায়ুসেনা। ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের থেকে কোবানেকে রক্ষা করতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে মার্কিন প্রশাসন। পাশাপাশি সহজে এই যুদ্ধ শেষ হবে না বলেও সতর্ক করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বুধবার ২২টি দেশের সেনাকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স-এ তিনি এই মন্তব্য করেন।

Advertisement

বেশ কিছু দিন ধরে কোবানে দখলের চেষ্টা করছে আইএস-এর জঙ্গিরা। প্রবল আক্রমণ সত্ত্বেও এখন কুর্দ মিলিশিয়ার আইএস-এর জঙ্গিদের ঠেকিয়ে রেখেছে। এ বার কুর্দ মিলিশিয়াদের সাহায্য করতে কোবানেতে বিমান হানার তীব্রতা বাড়ানো হয়েছে। প্রতক্ষ্যদর্শীরা জানান, এ দিন মার্কিন যুদ্ধবিমান একাধিক বার নানা লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। বিমান হামলায় আইএস-এর বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলেও কোবানে থেকে জানা গিয়েছে। বিমান হানার পরে আইএস জঙ্গিরা শহর থেকে বেশ কিছুটা দূরে সরে গেলেও কোবানে লক্ষ্য করে গোলাবর্ষণ করে যাচ্ছে।

বেশির ভাগ কুর্দ শহর ছেড়ে গেলেও এখন প্রায় ৭০০ জন, মূলত প্রবীণরা সেখানে আটকে আছেন। রাষ্ট্রপুঞ্জের আশঙ্কা, কোবানে আইএস-এর দখলে এলে এঁদের হত্যা করা হতে পারে। তুরস্কের সীমান্ত ঘেঁষা কোবানেকে আইএস-এর থেকে রক্ষা করতে আন্তর্জাতিক মহল তাই তুরস্কের উপরেই নির্ভর করেছিলেন। কিন্তু এখনও তুরস্ক রাজি হয়নি। তুরস্কের এই ভূমিকায় সেখানে এবং বিদেশে কুর্দরা বিক্ষোভ দেখিয়েছে। এর পিছনে কুর্দদের সঙ্গে তুর্কদের দীর্ঘ বিবাদ দায়ী। কোবানেতে হস্তক্ষেপ দূর অস্ত, ইরাকে সীমান্ত ঘেঁষা কুর্দ মিলিশিয়াদের ঘাঁটিতে বিমান হামলা চালায় তুরস্ক। এ দিন কুর্দ মিলিশিয়ারা জানিয়েছে, এই আক্রমণে দু’বছর আগের যুদ্ধবিরতির লঙ্ঘিত হয়েছে। এ বার তারাও জবাব দেবে।

Advertisement

অন্য দিকে, ওয়াশিংটনে এ দিনের অলোচনায় বারাক ওবামা জানান, আইএস-এর বিরুদ্ধে ইরাক ও সিরিয়ায় দীর্ঘ লড়াই চলবে। তাঁর সতর্কবার্তা, “এই লড়াইয়ে যেমন সাফল্যের দিন থাকবে, তেমনি ব্যর্থতার দিনও থাকবে।” সারা বিশ্বকে এই লড়াইয়ে সামিল করা হবে বলে তিনি জানান। সিিaরয়ার পাশাপাশি ইরাকের আনবার প্রদেশে আইএস-এর অগ্রগতির দিকেও নজর রাখা হচ্ছে বলে তিনি জানান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement