কাবুলে তালিবান হামলায় নিহত তিন বিদেশি

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ জুলাই ২০১৪ ১৩:১৮
Share:

কাবুল বিমানবন্দরের কাছে আত্মঘাতী তালিবান হামলায় নিহত হলেন চার বিদেশি নাগরিক এবং এক জন আফগান দোভাষী।

Advertisement

বিমানবন্দরের কাছেই আফগান নারকোটিক মন্ত্রকের কার্যালয়। ওই চত্বরে অনেক বিদেশিও থাকেন। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সকালে সেখানে মোটরসাইকেল চেপে আসে এক আরোহী। মুহূর্তের মধ্যেই বাইকে বিস্ফোরণ ঘটায় ওই জঙ্গি। সেই সময় ওই তিন বিদেশি শরীরচর্চা করছিলেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় চার জনের। তবে তাঁরা কোন দেশের নাগরিক তা এ দিন দুপুর পর্যন্ত স্পষ্ট হয়নি।

কিছু দিন আগেই কাবুল বিমানবন্দরে হামলা চালিয়েছিল জঙ্গিরা। নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছিল ছয় জঙ্গি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement