কালিয়াচকে জাল নোট-সহ গ্রেফতার সিআইএসএফ জওয়ান

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ মে ২০১৪ ১৪:৫১
Share:

মালদহের কালিয়াচক থেকে জাল নোট-সহ গ্রেফতার হল এক সিআইএসএফ জওয়ান। ওই জওয়ানকে শনিবার সাড়ে দশটা নাগাদ কালিয়াচকের চৌরঙ্গী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তার কাছ থেকে ৫০ হাজার টাকার জাল নোট উদ্ধার হয়েছে। কৃষ্ণকুমার পটেল (২৭) নামের ওই জওয়ান বারাণসীর বাসিন্দা বলে পুলিশ সূত্রের খবর। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কৃষ্ণকুমার জাল নোট পাচারকারী চক্রের সঙ্গে জড়িত। পাচারের উদ্দেশ্যেই শনিবার চৌরঙ্গী এলাকায় সে গিয়েছিল বলে জানিয়েছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে তাকে ধরার জন্য ফাঁদ পাতে কালিয়াচক থানার পুলিশ। এর পর তাকে জাল নোট-সহ হাতেনাতে ধরে পুলিশ।

Advertisement

রবিবার দুপুরে ওই জওয়ানকে মালদহের মুখ্য বিচারবিভাগীয় আদালতে পেশ করা হয়। বিচারক তার জামিনের আবেদন খারিজ করে ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement