Special Intensive Revision

নাম তুলতে আবেদন পড়ল প্রায় দেড় লক্ষ

প্রায় ৫৮.২০ লক্ষ নাম বাদ রেখেই প্রকাশ পায় খসড়া ভোটার তালিকা। কমিশনের তথ্য বলছে, শুক্রবার পর্যন্ত ভোটারদের তরফে দাবিদাওয়ার সংখ্যা বেড়েছে। এ দিন পর্যন্ত ফর্ম-৬ দাখিল করে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে চেয়েছেন প্রায় ১.৪৯ লক্ষ মানুষ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৫ ০৬:২৮
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

‘ক্লেম-অবজেকশন’ পর্বে আবেদনের সংখ্যা বাড়ল। গত ১৬ ডিসেম্বর এসআইআরের খসড়া তালিকা প্রকাশের পরে এই ‘ক্লেম-অবজেকশনের’ মাধ্যমেই আপত্তি-আবেদন-দাবি জানাতে পারেন যে কোনও ভোটার বা রাজনৈতিক দল। বুধবার ৩২৩৫ জন ভোটার তালিকায় নাম তোলার আবেদন জানিয়েছিলেন। বাদ দেওয়ার আবেদন জানান ৬৪ জন। শুক্রবার যে তথ্য কমিশন থেকে পাওয়া গিয়েছে তাতে এই দুই আবেদনের সংখ্যা বেড়েছে অনেকটা।

প্রায় ৫৮.২০ লক্ষ নাম বাদ রেখেই প্রকাশ পায় খসড়া ভোটার তালিকা। কমিশনের তথ্য বলছে, শুক্রবার পর্যন্ত ভোটারদের তরফে দাবিদাওয়ার সংখ্যা বেড়েছে। এ দিন পর্যন্ত ফর্ম-৬ দাখিল করে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে চেয়েছেন প্রায় ১.৪৯ লক্ষ মানুষ। ফর্ম-৭ দাখিল করে তালিকা থেকে নাম বাদ দেওয়ার আবেদন জমা পড়েছে প্রায় ৩০ হাজার। সব ক’টি আবেদন খতিয়ে দেখে পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে কমিশন সূত্র। বৈধতা প্রমাণ হলে চূড়ান্ত ভোটার তালিকায় সংশ্লিষ্টদের নাম যুক্ত হবে।

খসড়া থেকে বাদ পড়া ভোটারদের মধ্যে রয়েছেন অনুপস্থিত, ঠিকানা বদল, মৃত ও ডুপ্লিকেট ভোটারেরা। মৃত ভোটারদের তরফে আবেদন আসার সম্ভাবনা নেই, যদি না কোনও ত্রুটির কারণে জীবিত ব্যক্তির নাম মৃত হিসেবে দাখিল হয়ে থাকে। তবে সবচেয়ে বেশি আবেদন আসার সম্ভাবনা রয়েছে অনুপস্থিত ভোটারদের থেকে। এমন হতেই পারে যে, এসআইআরের প্রথম পর্বে সংশ্লিষ্ট হয়তো ছিলেন ভিন্ রাজ্য বা ভিন্ দেশে। সেখান থেকে অনলাইনে ফর্ম জমা সম্ভব হয়নি। ফিরে এসে এখন কমিশনের কাছে আবেদন করছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন