বুনো মহিষের ছবি তোলার চেষ্টা যুবকের। ছবি: ইনস্টাগ্রাম।
এ যেন মৃত্যুকে নিজে থেকে আমন্ত্রণ জানানো! বুনো মহিষের ছবি তোলার জন্য গাড়ি দাঁড় করিয়েছিলেন। হাতের ইশারায় কাছে ডেকেছিলেন মহিষটিকে। কিন্তু ভাবেননি বিশাল সেই মহিষ তাঁর গাড়িতে মাথা ঢুকিয়ে দেবে। একদম কাছাকাছি চলে আসবে তাঁর। চাঞ্চল্যকর সেই ঘটনাটি ঘটেছে কানাডায়। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, প্রচণ্ড ঠান্ডার মধ্যে রাস্তার উপরে দাঁড়়িয়ে রয়েছে কয়েকটি অতিকায় বুনো মহিষ। তাঁদের দেখে গাড়ি দাঁড় করান এক যুবক। ছবি তোলার চেষ্টা করেন একটি মহিষের। ভয়ঙ্কর প্রাণীটিকে হাতের ইশারায় কাছেও ডাকেন। প্রাণীটি সঙ্গে সঙ্গে তাঁর দিকে এগিয়ে আসে। শুধু তা-ই নয়, জানলা দিয়ে গা়ড়ির ভিতর মাথা ঢুকিয়ে দেয় সে। বিস্ফোরিত চোখে দেখতে থাকেন যুবককে। ঘাবড়ে যান যুবক। তবে কিছু ক্ষণ পর মহিষটি নিজেই গাড়ির ভিতর থেকে মাথা বার করে নেয়। হাঁফ ছেড়ে বাঁচেন যুবক। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ব্রেকিং৯১১’ নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে মজার মজার মন্তব্য করলেও অনেকেই আবার বিস্ময় প্রকাশ করেছেন। যুবকের কাণ্ড দেখে বিরক্তিও প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘এ যেন সাক্ষাৎ মৃত্যুকে আমন্ত্রণ জানানো। বুনো মহিষ যে কতটা ভয়ঙ্কর তা তো জানো না। ছবি তোলা বেরিয়ে যেত।’’