Viral Video

প্রায়শই বাড়িতে আসতেন ‘ভাই’, সেই যুবকের সঙ্গে স্ত্রীকে হাতেনাতে ধরে কান্নায় ভেঙে পড়লেন স্বামী, ভাইরাল ভিডিয়ো

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই যুবকের নাম রবি গুলাটি। অমৃতসরের বাসিন্দা তিনি। ২০১০ সালে বিয়ে হয়েছিল। ১৫ বছর ধরে বিবাহিত। সন্তানও রয়েছে। তবে রবির দাবি, ২০০৮ সালে পরকীয়া করার সময় স্ত্রীকে হাতেনাতে ধরেছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫ ১৩:৫৩
Share:

স্ত্রীকে হাতেনাতে ধরে কান্নায় ভেঙে পড়লেন স্বামী। ছবি: এক্স থেকে নেওয়া।

বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছে স্ত্রী। হোটেলে দু’জনকে হাতেনাতে ধরার পর কান্নায় ভেঙে পড়লেন যুবক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পঞ্জাবের অমৃতসরে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই যুবকের নাম রবি গুলাটি। অমৃতসরের বাসিন্দা তিনি। ২০১০ সালে বিয়ে হয়েছিল। ১৫ বছর ধরে বিবাহিত। সন্তানও রয়েছে। তবে রবির দাবি, ২০০৮ সালে পরকীয়া করার সময় স্ত্রীকে হাতেনাতে ধরেছিলেন তিনি। কিন্তু সন্তানের কথা ভেবে ক্ষমা করে দেন। আবার নতুন করে সংসার শুরু করেন। স্ত্রীও কথা দিয়েছিলেন যে, তাঁকে আর ঠকাবেন না। কিন্তু সম্প্রতি আবার স্ত্রী যখন-তখন বাড়ি থেকে বেরোচ্ছেন দেখে সন্দেহ হয় রবির। স্ত্রীর স্কুটিতে জিপিএসও লাগিয়েছিলেন। রবিবার বিকালে স্ত্রী বাড়ি থেকে বেরোনোর পর জিপিএস ট্র্যাক করে স্ত্রীর পিছু নেন রবি। দেখেন, অমৃতসরের এক হোটেলে অন্য এক পুরুষের সঙ্গে গোপনে দেখা করতে গিয়েছেন স্ত্রী। দু’জনকে হাতেনাতে ধরে ফেলেন রবি। জানতে পারেন আবার তাঁর স্ত্রী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন। রবির দাবি, ধরা পড়ার পর স্ত্রী জানিয়েছেন যে তিনি আর সংসার করতে চান না। যাঁর সঙ্গে ধরা পড়েছেন, তাঁকে স্ত্রী ভাই হিসাবে পরিচয় দিয়েছিলেন বলেও রবির দাবি। এর পর হোটেল থেকে ভগ্নহৃদয়ে রাস্তায় বেরিয়ে আসেন রবি। জনসমক্ষেই কান্নায় ভেঙে পড়েন তিনি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

রবির বাবা পারভেজ গুলাটি জানিয়েছেন, পুত্র এবং পুত্রবধূর বিয়ে নিয়ে সমস্যা অনেকদিনের। তিনি জানিয়েছেন, এর আগেও পুত্রবধূকে এক বার ধরা পড়েছিলেন। কিন্তু উভয় পরিবারের মধ্যস্থতায় সব মিটমাট হয়ে যায়। কিন্তু নতুন করে পুত্রবধূ অন্য পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন জেনে দুঃখপ্রকাশ করেছেন পারভেজ়।

Advertisement

স্ত্রী পরকীয়া করছেন জানার পর রবির কান্নার সেই ভিডিয়ো সমাজমাধ্যম এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন সাংবাদিক এবং চলচ্চিত্র নির্মাতা দীপিকা নারায়ণ ভরদ্বাজ। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই বিরক্তি প্রকাশ করেছেন অনেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement