Viral Video

সুয়ারেজ়কে ‘নাকানিচোবানি’ খাওয়ালেন মুম্বইয়ের মহিলা ফুটবলাররা! দেখে হেসেই ফেললেন মেসি, ভাইরাল ভিডিয়োয় হাসির রোল

তিন দিনের সফরে ভারতে এসেছেন মেসি। তাঁর ভারত সফরের নাম দেওয়া হয়েছে ‘গোট ট্যুর অফ ইন্ডিয়া’। ১৪ বছর পর ভারতে এসেছেন মেসি। থাকছেন ভারতের চারটি শহরে। ১৪ ডিসেম্বর মুম্বইয়ে তাঁর জন্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৫ ১২:৫৫
Share:

ছবি: ইনস্টাগ্রাম।

মুম্বইয়ের মহিলা ফুটবলারদের কাছে ‘নাকানিচোবানি’ খাচ্ছেন লুই সুয়ারেজ়। পায়ে বল অবধি ঠেকাতে পারছেন না। আর তা দেখে হাসি চেপে রাখতে পারলেন না পাশে দাঁড়িয়ে থাকা লিয়োনেল মেসি। মেসির মুম্বই সফরের তেমনই একটি ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। সমাজমাধ্যমে হইচইও ফেলেছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

তিন দিনের সফরে ভারতে এসেছেন মেসি। তাঁর ভারত সফরের নাম দেওয়া হয়েছে ‘গোট ট্যুর অফ ইন্ডিয়া’। ১৪ বছর পর ভারতে এসেছেন মেসি। থাকছেন ভারতের চারটি শহরে। ১৪ ডিসেম্বর মুম্বইয়ে তাঁর জন্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ইন্টার মিয়ামি অধিনায়কের জন্য আয়োজিত বিশেষ অনুষ্ঠানে মেসি স্থানীয় ক্লাব এবং স্কুলের দলগুলির সঙ্গে আলাপচারিতা করেন। নিজের অভিজ্ঞতার কথা ভাগ করে নেন।

তবে ওয়াংখেড়ে স্টেডিয়াম আয়োজিত সেই অনুষ্ঠানেই মজার ঘটনা ঘটে। স্থানীয় মেয়েদের ফুটবল দল মেসির সতীর্থ সুয়ারেজ়কে হতবাক করে দেয়। ওই মহিলা ফুটবলাররা এমন ভাবে বল পাস করছিলেন যে, সুয়ারেজ় বলে পা অবধি ঠেকাতে পারছিলেন না। এর পর এক তরুণী ফুটবলার তাঁর দু’পায়ের মধ্যে দিয়ে বল পাস করার পর অমূল্য প্রতিক্রিয়া জানান সুয়ারেজ়। অবাক হয়ে তিনি তাকান ওই ফুটবলারের দিকে। দেখে হাসি চাপতে পারেননি মেসিও। হাসতে শুরু করেন ‘গোট’। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

Advertisement

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘_আক্কুভেই_’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে মজার মজার মন্তব্য করেছেন নেটাগরিকেরা। আবার এত প্রতিভাবান খেলোয়াড় থাকা সত্ত্বেও ভারতীয় ফুটবলের অবস্থা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন অনেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement