ব্রাজ়িলে ‘স্ট্যাচু অফ লিবার্টি’র প্রতিমূর্তি ভেঙে পড়ার মুহূর্ত। ছবি: এক্স থেকে নেওয়া।
প্রচণ্ড ঝড়ে ভেঙে পড়ল ‘স্ট্যাচু অফ লিবার্টি’! না, তবে আমেরিকার আসল মূর্তিটি নয়। দক্ষিণ ব্রাজ়িলের হাভান স্টোরের ‘স্ট্যাচু অফ লিবার্টি’র প্রতিরূপ ঝোড়ো হাওয়ায় ভেঙে পড়ে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সোমবার দক্ষিণ ব্রাজ়িলের গুয়াইবা শহরে আঘাত হানে একটি শক্তিশালী ঝড়। ঝড়ের কবলে লন্ডভন্ড হয়ে যায় শহর। সেই সময়ই শহরের হাভান মেগাস্টোরের বাইরে থাকা ‘স্ট্যাচু অফ লিবার্টি’র ২৪ মিটার উঁচু একটি প্রতিরূপ ভেঙে পড়ে। ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, মাঝরাস্তায় থাকা বিশাল কাঠামোটি ধীরে ধীরে সামনের দিকে হেলে পড়েছে। শেষমশ একটি খালি পার্কিং লটে ভেঙে পড়ে মূর্তিটি। মূর্তিটি পড়ার সময় কয়েক জনকে আতঙ্কে দৌড়োদৌড়ি করতে দেখা যায়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ব্রাজ়িলের নাগরিক প্রতিরক্ষা সংস্থা ‘ডেফেসা সিভিল’-এর বিবৃতি অনুযায়ী, শহরাঞ্চল জুড়ে তীব্র আবহাওয়া সতর্কতা আগে থেকেই জারি ছিল। সোমবার বেলার দিকে ৯০ কিমি প্রতি ঘণ্টা বেগে আছড়ে পড়ে সেই ঝড়। সেই ঝড়েই ভেঙে যায় মূর্তিটি। ২০২০ সালে ওই মূর্তিটি হাভান স্টোরের বাইরে বসানো হয়েছিল। ঝড়ের দাপটে দক্ষিণ ব্রাজ়িলের অন্যান্য অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। টিও হুগোয় শিলাবৃষ্টির খবর পাওয়া গিয়েছে। অন্য দিকে পাসো ফান্ডো, সান্তা ক্রুজ় দো সুল এবং ভেরা ক্রুজ়ে বহু বাড়ির ছাদ ভেঙে পড়েছে। লাজ়িয়াডোতে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।
গুয়াইবা শহরে ‘স্ট্যাচু অফ লিবার্টি’র প্রতিরূপ ভেঙে পড়ার ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘সারা ইয়ানেজ়-রিচার্ডস’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে বিস্ময় প্রকাশ করেছেন নেটাগরিকেরা। অনেকে দুঃখও প্রকাশ করেছেন।