কাশ্মীরে জঙ্গি হানায় মৃত ২ বিএসএফ জওয়ান, আহত ৪

ফের বিএসএফের গাড়ি লক্ষ্য করে হামলা চালাল জঙ্গিরা। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলায় বায়ু সেনা ঘাঁটির বাইরে। এই হামলায় মৃত্যু হয়েছে দু’জন বিএসএফ জওয়ানের। গুরুতর জখম আরও ৪। আহতদের নিকটবর্তী সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে বিএসএফ ও রাষ্ট্রীয় রাইফেলস। যদিও এ দিন বিকেল পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠনই।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ অগস্ট ২০১৪ ১৭:৪৮
Share:

ফের বিএসএফের গাড়ি লক্ষ্য করে হামলা চালাল জঙ্গিরা। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলায় বায়ু সেনা ঘাঁটির বাইরে। এই হামলায় মৃত্যু হয়েছে দু’জন বিএসএফ জওয়ানের। গুরুতর জখম আরও ৪। আহতদের নিকটবর্তী সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে বিএসএফ ও রাষ্ট্রীয় রাইফেলস। যদিও এ দিন বিকেল পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠনই।

Advertisement

সেনা সূত্রে খবর, পুলওয়ামা থেকে ৩৩ কিলোমিটার দূরে আওয়ান্তিপোরা বায়ু সেনা ঘাঁটির বাইরে এ দিন দায়িত্বে ছিলেন ‘জি’ কোম্পানির বিএসএফ জওয়ানেরা। দুপুরের দিকে হঠাত্ই সেনা ঘাঁটির বাইরে বিএসএফের গাড়ি লক্ষ করে গুলিবর্ষণ শুরু করে কয়েক জন জঙ্গি। জওয়ানেরা পাল্টা হামলা চালাবার আগেই পালিয়ে যায় তারা।

সেনা সূত্রে খবর, এই হামলায় মৃত্যু হয়েছে এএসআই আর যাদব এবং হেড কনস্টেবল এস যাদবের। এঁরা বিএসএফের ১৬৫ নম্বর ব্যাটেলিয়নে ছিলেন। আহত জওয়ানেরা হলেন হেড কনস্টেবল জয় প্রসাদ, কনস্টেবল আমর বাহাদূর, পি সিংহ এবং বিনোদ কুমার।

Advertisement

জম্মু পুলিশ ও সেনা সূত্রে খবর, গত এক সপ্তাহের মধ্যে মোট চার বার বিএসএফ ও নিরাপত্তারক্ষীদের উপর হামলা চালাল জঙ্গিরা। এই হামলায় এখনও পর্যন্ত ছ’জন নিরাপত্তারক্ষী প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন বহু। বিএসএফ সূত্রে খবর, গত রবিবার রাত থেকেই পাকিস্তানের সীমান্ত বরাবর জম্মুর আরনিয়া সাব সেক্টরে বিএসএফের সাতটি চৌকিতে গুলিবর্ষণ ও মর্টার নিয়ে হামলা চালায় পাক সেনারা। ঘটনায় জখম হন দুই বিএসএফ জওয়ান। এরই পাশাপাশি মোদীর সফরের আগের দিন রাতেই কাশ্মীরের পুলওয়ামা জেলায় বিএসএফের গাড়ি লক্ষ করে হামলা চালায় জঙ্গিরা। ঘটনায় আহত হন সাত জওয়ান-সহ আট জন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন