গ্রেফতার দিল্লির আইনমন্ত্রী জিতেন্দ্র সিংহ তোমর

তিনি আইনমন্ত্রী! অথচ তাঁর আইনের ডিগ্রিটাই নাকি ভুয়ো। বেশ কিছু দিন ধরেই এমন অভিযোগ উঠছিল দিল্লির আইনমন্ত্রী জিতেন্দ্র সিংহ তোমরের বিরুদ্ধে। কংগ্রেস-বিজেপির পাশাপাশি পুলিশের কাছে এই বিষয়ে অভিযোগ করেছিল দিল্লির বার কাউন্সিল। এ বার দিল্লি পুলিশ গ্রেফতার করল তোমরকে। মঙ্গলবার সকালে তাঁকে গ্রেফতার করে হজ খাস থানায় নিয়ে যাওয়া হয়। তাঁর বিরুদ্ধে সোমবার রাতেই একটি এফআইআর দায়ের করেছিল পুলিশ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ জুন ২০১৫ ১১:২৫
Share:

তিনি আইনমন্ত্রী! অথচ তাঁর আইনের ডিগ্রিটাই নাকি ভুয়ো। বেশ কিছু দিন ধরেই এমন অভিযোগ উঠছিল দিল্লির আইনমন্ত্রী জিতেন্দ্র সিংহ তোমরের বিরুদ্ধে। কংগ্রেস-বিজেপির পাশাপাশি পুলিশের কাছে এই বিষয়ে অভিযোগ করেছিল দিল্লির বার কাউন্সিল। এ বার দিল্লি পুলিশ গ্রেফতার করল তোমরকে। মঙ্গলবার সকালে তাঁকে গ্রেফতার করে হজ খাস থানায় নিয়ে যাওয়া হয়। তাঁর বিরুদ্ধে সোমবার রাতেই একটি এফআইআর দায়ের করেছিল পুলিশ।

Advertisement

তবে আম আদমি পার্টির নেতা সঞ্জয় সিংহের অভিযোগ, বৈধ কোনও নোটিস ছাড়াই তোমরকে গ্রেফতার করা হয়েছে। গোটা ঘটনার জন্য বিজেপিকে দায়ী করে তাঁর প্রশ্ন, ‘‘দিল্লি পুলিশ এবং নরেন্দ্র মোদীর সরকার কী করছে? দিল্লির আইনমন্ত্রীকে তারা এক জন সাধারণ দুষ্কৃতীর মতো গ্রেফতার করল! এটা চাপের রাজনীতি।’’ প্রশাসনিক পরিকাঠামো অনুযায়ী দিল্লি পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আওতায়। এই ঘটনায় ফের দিল্লি ও কেন্দ্রীয় সরকারের বিরোধ প্রকাশ্যে এল, যার মুখ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল এবং উপ-রাজ্যপাল নজীব জঙ্গ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন