চলন্ত অটোয় কিশোরীর শ্লীলতাহানি সল্টলেকে

রাত বাড়লে সল্টলেকের নিরাপত্তার হাল যে কী হয়, বৃহস্পতিবার রাতে শ্লীলতাহানির একটি ঘটনাই তা বুঝিয়ে দিল। ওই রাতে চলন্ত অটোর মধ্যে এক কিশোরীর শ্লীলতাহানি করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক যুবককে। ধৃতের নাম প্রসেনজিৎ সাহা (২৫)। শুক্রবার বিধাননগর আদালতে তোলা হলে বিচারক তাকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ মার্চ ২০১৫ ২১:৩৬
Share:

রাত বাড়লে সল্টলেকের নিরাপত্তার হাল যে কী হয়, বৃহস্পতিবার রাতে শ্লীলতাহানির একটি ঘটনাই তা বুঝিয়ে দিল। ওই রাতে চলন্ত অটোর মধ্যে এক কিশোরীর শ্লীলতাহানি করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক যুবককে। ধৃতের নাম প্রসেনজিৎ সাহা (২৫)। শুক্রবার বিধাননগর আদালতে তোলা হলে বিচারক তাকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেন।

Advertisement

এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সল্টলেকে। বাসিন্দাদের অভিযোগ, আগের থেকে পুলিশি পরিকাঠামো কিছুটা বাড়লেও অপরাধের প্রবণতা কমছে না। নজরদারি আরও বাড়ানোর দাবিও করেছেন তাঁরা। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা নাগাদ সল্টলেকের ১৩ নম্বর ট্যাঙ্ক থেকে টিউশন সেরে বাড়ি ফিরছিল দশম শ্রেণির ওই ছাত্রী। অটোয় পিছনের সিটে বসে ছিল সে। অটোয় আরও দু’জন যাত্রী ছিলেন বলে পুলিশ সূত্রের খবর।

চলন্ত অটোর মধ্যেই অভিযুক্ত যুবক ওই কিশোরীর শ্লীলতাহানি করে। এর পরে পিএনবি মোড়ে সিগন্যালে অটো থামলে ওই কিশোরীকে কাঁদতে দেখে পথচলতি মানুষ ও স্থানীয় বাসিন্দারা এগিয়ে যান। তার কাছ থেকে সব কিছু শোনার পরে ওই যুবককে তাঁরা আটকে রাখেন। পরে পুলিশের হাতে তুলে দেওয়া তাকে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন