জলপাইগুড়িতে হাতির হামলায় মৃত মহিলা

হাতির হামলায় মৃত্যু হল এক মহিলার। মৃতের নাম গীতা ওঁরাও(৩৮)। বাড়ি জলপাইগুড়ির কুট্টমারিতে। স্থানীয় সূত্রে খবর, সোমবার খুট্টিমারির জঙ্গলে জ্বালানির জন্য কাঠ সংগ্রহ করতে গিয়েছিলেন গীতাদেবী-সহ পাঁচ মহিলা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জুলাই ২০১৪ ১৬:১৬
Share:

হাতির হামলায় মৃত্যু হল এক মহিলার। মৃতের নাম গীতা ওঁরাও(৩৮)। বাড়ি জলপাইগুড়ির কুট্টমারিতে। স্থানীয় সূত্রে খবর, সোমবার খুট্টিমারির জঙ্গলে জ্বালানির জন্য কাঠ সংগ্রহ করতে গিয়েছিলেন গীতাদেবী-সহ পাঁচ মহিলা। সেই সময় পূর্ণবয়স্ক এক দাঁতাল তাঁদের আক্রমণ করে। প্রাণ বাঁচাতে সকলে ছুটে পালালেও গীতাদেবী পালাতে পারেননি। তখন দাঁতালটি তাঁকে সামনে পেয়ে পিষে মারে। সারা রাত বাড়ি না ফেরায় মঙ্গলবার সকালে পরিবারের লোকজন খুট্টিমারির জঙ্গলে তাঁর মৃতদেহ খুঁজে পান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement