৫ জুন প্রকাশিত হবে চলতি বছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল। সোমবার জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান ভাস্কর গুপ্ত জানিয়েছেন, ওই দিন ওয়েবসাইটের মাধ্যমে ইঞ্জিনিয়ারিং এবং মেডিক্যাল, দুই বিভাগেরই ফল জানা যাবে। তিনি আরও জানিয়েছেন, শীঘ্রই ফলপ্রকাশের সময় এবং ওয়েবসাইটের ঠিকানা জানিয়ে দেওয়া হবে। এ বছর প্রায় দেড় লাখ পরীক্ষার্থী এই পরীক্ষায় বসেছিল। এ বছরই প্রথম ২০ জনের মেধা তালিকা প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে।