জয়ললিতার জামিনের মেয়াদ বাড়াল সুপ্রিম কোর্ট

হিসাব বহির্ভূত সম্পত্তি মামলায় তামিলনাডুর মুখ্যমন্ত্রী জয়ললিতার জামিনের মেয়াদ আরও চার মাস বাড়িয়ে দিল সুপ্রিম কোর্ট। এআইএডিএমকে সুপ্রিমোর আবেদনের ভিত্তিতে বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি এইচ এল দাত্তুর নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। পাশাপাশি, হাই প্রোফাইল এই শুনানি তিন মাসের মধ্যে শেষ করতে কর্নাটক হাইকোর্টকে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৪ ১৫:০২
Share:

আদালতের পথে জয়ললিতা। ফাইল চিত্র।

হিসাব বহির্ভূত সম্পত্তি মামলায় তামিলনাডুর মুখ্যমন্ত্রী জয়ললিতার জামিনের মেয়াদ আরও চার মাস বাড়িয়ে দিল সুপ্রিম কোর্ট। এআইএডিএমকে সুপ্রিমোর আবেদনের ভিত্তিতে বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি এইচ এল দাত্তুর নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। পাশাপাশি, হাই প্রোফাইল এই শুনানি তিন মাসের মধ্যে শেষ করতে কর্নাটক হাইকোর্টকে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

Advertisement

হিসাব বহির্ভূত সম্পত্তি মামলায় চলতি বছরের সেপ্টেম্বর মাসে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার বিরুদ্ধে চার বছরের হাজতবাসের সাজা শোনায় বেঙ্গালুরুর বিশেষ আদালত। সঙ্গে ১০০ কোটি টাকা জরিমানাও ধার্য করেন বিচারপতি জন মাইকেল ডি’কুনহা। জয়ললিতার পাশাপাশি সাজা হয় তাঁর তিন ঘনিষ্ঠেরও। পালিত পুত্র সুধাকরণ, ঘনিষ্ঠ বান্ধবী শশীকলা নটরাজন এবং আত্মীয়া ইলাবরসীকেও চার বছরের কারাদণ্ড দেয় আদালত। তাঁদের জরিমানা হয় দশ কোটি টাকা করে। সাজা শোনানোর পরই গ্রেফতার করা হয় জয়ললিতা-সহ চার জনকে। তবে বেশি দিন জেলে থাকতে হয়নি এই নেত্রীকে। কর্নাটক হাইকোর্ট জামিন না দিলেও ১৭ অক্টোবর অসুস্থ নেত্রীর জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট।

সেই মেয়াদ শেষ হওয়ায় তা বাড়াতে ফের শীর্ষ আদালতেরই দ্বারস্থ হন জয়ার আইনজীবীরা। এ দিনের শুনানির শেষে আপাতত স্বস্তিতেই রইলেন তামিলনাড়ুর প্রাক্তন এই মুখ্যমন্ত্রী। জামিনের মেয়াদ আগামী বছরের ১৮ এপ্রিল পর্যন্ত বাড়িয়ে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ কর্নাটক হাইকোর্টের প্রধান বিচারপতিকে অনুরোধ করেছেন প্রতি দিন এই মামলার শুনানির ব্যবস্থা করতে। এর জন্য তিন মাসের সময়সীমাও বেঁধে দিয়েছে শীর্ষ আদালত। শুনানির জন্য বিশেষ বেঞ্চ গঠন করতেও হাইকোর্টকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি মামলার যাবতীয় নথি বিজেপি নেতা তথা জয়ললিতার বিরুদ্ধে মামলাকারী সুব্রক্ষ্মণ্যম স্বামীকে দেওয়ার নির্দেশও দিয়েছে সুপ্রিম কোর্ট।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement