জয়ললিতার জামিনের শুনানি ১ অক্টোবর

কর্নাটক হাইকোর্টে বুধবার জামিনের শুনানি হবে জয়ললিতার। মঙ্গলবার হাইকোর্টের ‘ভ্যাকেশন বেঞ্চ’-এ শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু হাইকোর্ট এ দিন সকালে তাঁর জামিনের শুনানি আগামী ৬ অক্টোবর পর্যন্ত স্থগিত করে দেয়। বেলার দিকে আইনজীবী রাম জেঠমালানির নেতৃত্বে জয়ললিতার আইনজীবীরা রেজিস্ট্রারের কাছে জরুরি ভিত্তিতে জামিনের আবেদন করেন। সেই আবেদনে সাড়া দিয়ে বুধবার শুনানির অনুমতি দেন প্রধান বিচারপতি ডি এইচ বাঘেলা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৪ ১৩:৫২
Share:

কর্নাটক হাইকোর্টে বুধবার জামিনের শুনানি হবে জয়ললিতার। মঙ্গলবার হাইকোর্টের ‘ভ্যাকেশন বেঞ্চ’-এ শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু হাইকোর্ট এ দিন সকালে তাঁর জামিনের শুনানি আগামী ৬ অক্টোবর পর্যন্ত স্থগিত করে দেয়। বেলার দিকে আইনজীবী রাম জেঠমালানির নেতৃত্বে জয়ললিতার আইনজীবীরা রেজিস্ট্রারের কাছে জরুরি ভিত্তিতে জামিনের আবেদন করেন। সেই আবেদনে সাড়া দিয়ে বুধবার শুনানির অনুমতি দেন প্রধান বিচারপতি ডি এইচ বাঘেলা।

Advertisement

বিশেষ আদালতের রায়কে চ্যালেঞ্জ করে সোমবার হাইকোর্টের দ্বারস্থ হন জয়ললিতা। জামিনের আবেদন করা হয়ে সেখানে। পাশাপাশি তাঁর আইনজীবী দু’টি পিটিশনও দাখিল করেন। সেখানে জয়ললিতার দাবি, আয়ের সঙ্গে সঙ্গতিহীন যে সম্পত্তির বিষয় তুলে আদালত সাজা ঘোষণা করেছে, সেই সম্পত্তি পুরোপুরি আইনসিদ্ধ। শারীরিক অসুস্থতার কারণে তাঁকে যাতে দ্রুত জামিন দেওয়া হয় হাইকোর্টে সেই সংক্রান্ত আবেদনও করেন জয়ললিতা। বর্তমানে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছেন ‘আম্মা’।

তাঁদের ‘আম্মা’র উপর শাস্তির খাঁড়া নেমে আসার পর থেকেই ক্ষোভে ফুঁসছে গোটা তামিলনাড়ু। রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে বিক্ষোভ। এ বার সেই ক্ষোভের আঁচ পড়ল তামিল চলচ্চিত্র শিল্পেও। সোমবারে ঘোষিত কর্মসূচি অনুযায়ী এ দিন সকাল থেকেই আম্মার সমর্থনে অনশন শুরু করেছে গোটা চলচ্চিত্র শিল্প। প্রতিবাদে এ দিন বন্ধ রাখা হয়েছে রাজ্যের সমস্ত সিনেমা হলগুলি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন