টোকাটুকিতে বাধা দেওয়ায় প্রহৃত ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষক

পরীক্ষার সময় টোকাটুকিতে বাধা দিয়েছিলেন এক কলেজ শিক্ষক। তারই জেরে বুধবার বেধড়ক মারধর করা হয় ওই শিক্ষক হীরক মাইতিকে। কোলাঘাটের কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট-এ বুধবার এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, বুধবার সকালে ওই শিক্ষক ক্লাস শেষে কলেজের বারান্দা দিয়ে স্টাফরুমের দিকে যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় ইঞ্জিনিয়ারিং-এর চতুর্থ শ্রেণির ছাত্র নজরুল তাঁকে রড দিয়ে বেধড়ক মারধর করে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০১৪ ১৭:৪০
Share:

পরীক্ষার সময় টোকাটুকিতে বাধা দিয়েছিলেন এক কলেজ শিক্ষক। তারই জেরে বুধবার বেধড়ক মারধর করা হয় ওই শিক্ষক হীরক মাইতিকে। কোলাঘাটের কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট-এ বুধবার এই ঘটনা ঘটে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, বুধবার সকালে ওই শিক্ষক ক্লাস শেষে কলেজের বারান্দা দিয়ে স্টাফরুমের দিকে যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় ইঞ্জিনিয়ারিং-এর চতুর্থ শ্রেণির ছাত্র মনসুর হাবিবুল্লা (২২)। তাঁকে রড দিয়ে বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় ওই শিক্ষককে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

কলেজ ও পুলিশ সূত্রে খবর, গত মে মাসে পরীক্ষা চলাকালীন নকল করেছিল মনসুর। হীরকবাবু তাকে বাধা দেন। তখন যদিও তাঁকে কিছু বলেনি ওই ছাত্র। গত মঙ্গলবার তৃতীয় বর্ষের পরীক্ষার ফল প্রকাশিত হলে দেখা যায়, ছ’টি বিষয়ের মধ্যে তিনটিতেই অকৃতকার্য হয়েছে মনসুর। কলেজে ক্যাম্পাসিং-এর সুযোগ থেকেও বঞ্চিত হয় সে। এরই জেরে ওই শিক্ষককে আক্রমণ করে ছাত্রটি।

Advertisement

কলেজের অধ্যক্ষ নরেন্দ্র জানা জানিয়েছেন, “আইনগত ব্যবস্থা নিতেই পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে।” পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ওই ছাত্রের বাড়ি কোচবিহারের দিনহাটায়। এ দিন তাকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে খুনের চেষ্টার অপরাধে একটি মামলা রুজু করেছে পুলিশ। এ দিন তাকে আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। এই ঘটনার জেরে অনির্দিষ্ট কালের জন্য কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement