ডেকে নিয়ে গিয়ে তরুণীকে গণধর্ষণে অভিযুক্ত তিন যুবক

সাইকেলে করে ডেকে নিয়ে গিয়ে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে। বেড়াচাপার চৌরঙ্গি এলাকার ঢালিপাড়ায় মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে। তরুণীর বাড়ি ঢালিপাড়াতেই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০১৪ ১৫:৩৭
Share:

সাইকেলে করে ডেকে নিয়ে গিয়ে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে। বেড়াচাপার চৌরঙ্গি এলাকার ঢালিপাড়ায় মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে। তরুণীর বাড়ি ঢালিপাড়াতেই। পুলিশ সূত্রে খবর, এ দিন তায়ের মণ্ডল, আয়েব সর্দার এবং বাপ্পা মণ্ডল নামে তিন যুবক বছর কুড়ির ওই তরুণীকে সাইকেলে চাপিয়ে তাদেরই বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। নির্যাতিতা ওই তরুণীর চিত্কারে আশপাশের লোকজন ছুটে আসে। বুধবার সকালে তাঁকে বারাসত থানায় নিয়ে আসেন স্থানীয় কয়েকজন বাসিন্দা। ডাক্তারি পরীক্ষার জন্য পুলিশ ওই তরুণীকে হাসপাতালে পাঠিয়েছে। অভিযুক্ত তিন যুবকের বিরুদ্ধে গণধর্ষণের মামলা শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের বুধবার বারাসত আদালতে তোলা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement