দীপাবলিতে আর্থিক প্যাকেজ ও ছুটি ঘোষণার দাবি পাকিস্তানি হিন্দুদের

দীপাবলিতে আর্থিক প্যাকেজ এবং ছুটি ঘোষণার দাবি জানালেন পাকিস্তানে হিন্দু সম্প্রদায়ের নেতারা। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কাছে এই আবেদন জানিয়েছেন তাঁরা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ অক্টোবর ২০১৪ ১৫:২৮
Share:

দীপাবলিতে আর্থিক প্যাকেজ এবং ছুটি ঘোষণার দাবি জানালেন পাকিস্তানে হিন্দু সম্প্রদায়ের নেতারা। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কাছে এই আবেদন জানিয়েছেন তাঁরা।

Advertisement

পাকিস্তানে হিন্দু সম্প্রদায়ের নেতা রমেশ কুমার ভঙ্কওয়ানির মতে, পড়শি রাষ্ট্র ভারতের পাশাপাশি মালয়েশিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মরিশাস, মায়ানমার, সিঙ্গাপুর প্রভৃতি দেশে হিন্দুদের দীপাবলিতে ছুটি দেওয়া হয়। কিন্তু ব্যতিক্রম পাকিস্তান। ওই দিন পাকিস্তানে কোনও হিন্দু অফিসে না গেলে তাঁকে অনুপস্থিত বলে ধরা হয়। তাঁর মতে প্রত্যেক পাকিস্তানি হিন্দুর দীপাবলিতে ছুটি পাওয়া নায্য সাংবিধানিক অধিকার। কিন্তু কোনও রাজনৈতিক দলই পাকিস্তানে সংঘ্যালঘু সম্প্রদায়ের সমস্যা মেটাতে সচেষ্ট নয় বলে আক্ষেপ এই নামজাদা রাজনৈতিক নেতার। এই প্রসঙ্গটি অচিরেই ন্যাশনাল অ্যাসেম্বলিতে তুলবেন বলে জানিয়েছেন ভঙ্কওয়ানি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন