দিল্লিতে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৫০০ ঝুপড়ি

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০১৪ ১২:১৫
Share:

চলছে আগুন নেভানোর কাজ। ছবি: এএফপি।

শুক্রবার সকালে দক্ষিণ দিল্লির বসন্তকুঞ্জ এলাকায় একটি বস্তিতে আগুন লাগে। ঘটনাটি ঘটে এ দিন সকাল সাড়ে ৮টা নাগাদ। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুড়ে ছাই হয়ে যায় অন্তত ৫০০টি ঝুপড়ি। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

Advertisement

দমকল সূত্রে খবর, এ দিন সকালে বস্তিতে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের ২৭টি ইঞ্জিন। বস্তির খোলা জায়গায় প্রচুর প্লাস্টিক ও কাঠ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে জানিয়েছেন দমকল বিভাগের অধিকর্তা এ কে শর্মা। তিনি জানান, ঝুপড়িতে থাকা ছোট সিলিন্ডারগুলি আগুন লাগার সঙ্গে সঙ্গে ফেটে যায়। ফলে আগুন আরও বিরাট আকার ধারণ করে। ধোঁয়ায় ঢেকে যায় পুরো চত্বর। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন