দিল্লিতে কারখানায় আগুন, মৃত শিশু-সহ ৫

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ নভেম্বর ২০১৪ ২১:২৯
Share:

দিল্লিতে কারখানায় অগ্নিকাণ্ডের জেরে মৃ্ত্যু হল এক শিশু-সহ পাঁচ জনের। দুর্ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে দিল্লির কাছে বেগমপুর এলাকায় রাজীব বিহারের একটি কাগজের প্লেট তৈরির কারখানায়।

Advertisement

পুলিশ জানিয়েছে, আগুন লাগার সময়ে দু’কামরার ওই কারখানার ভিতরে ঘুমোচ্ছিলেন ওই পাঁচ জন। ঘরে কাগজের প্লেটের মতো দাহ্য পদার্থ মজুত ছিল বলে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। দমকলের আটটি ইঞ্জিনের সাহায্যে প্রায় সাড়ে তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন। দুর্ঘটনার জেরে দমবন্ধ হয়ে প্রত্যেকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দমকল। মৃতেরা প্রত্যেকেই কারখানা মালিকের আত্মীয় বলে জানা গিয়েছে। মৃতদের মধ্যে রয়েছে মালিকের পাঁচ বছরের ছেলেও। বাকি চার জন বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে।

প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, শর্ট সার্কিটের কারণেই আগুন লেগেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement