দিল্লিতে ফের নির্বাচনের সম্ভাবনা

দিল্লিতে সাড়ে আট মাসের রাজনৈতিক অচলাবস্থা কি কাটতে চলেছে? সোমবার দিল্লির লেফ্টেন্যান্ট গভর্নর নাজিব জঙ্গের সঙ্গে বিজেপি, আপ এবং কংগ্রেসের বৈঠকের পর উজ্জ্বল হচ্ছে সে সম্ভাবনা। তিন দলের কেউই সরকার গঠনে আগ্রহী না হওয়ায় আগামী ফেব্রুয়ারিতে ফের বিধানসভা নির্বাচনের জোর জল্পনা রাজধানীর অলিন্দে। শীঘ্রই এ বিষয়ে চূড়ান্ত সিন্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে উপরাজ্যপালের দফতর।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০১৪ ২১:১০
Share:

দিল্লিতে সাড়ে আট মাসের রাজনৈতিক অচলাবস্থা কি কাটতে চলেছে? সোমবার দিল্লির লেফ্টেন্যান্ট গভর্নর নাজিব জঙ্গের সঙ্গে বিজেপি, আপ এবং কংগ্রেসের বৈঠকের পর উজ্জ্বল হচ্ছে সে সম্ভাবনা। তিন দলের কেউই সরকার গঠনে আগ্রহী না হওয়ায় আগামী ফেব্রুয়ারিতে ফের বিধানসভা নির্বাচনের জোর জল্পনা রাজধানীর অলিন্দে। শীঘ্রই এ বিষয়ে চূড়ান্ত সিন্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে উপরাজ্যপালের দফতর।

Advertisement

এ দিনের বৈঠকে ছিলেন রাজ্য বিজেপি সভাপতি সতীশ উপাধ্যায় এবং কেন্দ্রীয় মন্ত্রী হর্ষ বর্ধন। সূত্রের খবর, ফের নির্বাচনে পথেই যেতে চায় বিজেপি। মহারাষ্ট্র এবং হরিয়ানা বিধানসভা নির্বাচনে ভাল ফলের পরে দিল্লিতেও নির্বাচনী সাফল্যে আশাবাদী বিজেপি নেতৃত্ব। তবে ফের নির্বাচনের বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কিছুই জানায়নি বিজেপি। অন্য দিকে, ফের নির্বাচনে আগাগোড়া সায় ছিল আম আদমি পার্টি এবং কংগ্রেসের। বরং তাদের অভিযোগ ছিল, হারের ভয়ে বিজেপি নির্বাচন চাইছে না।

গত বছর ৭০ আসনের বিধানসভা নির্বাচনে ৩২টি আসন জিতে বৃহত্তম দল হিসেবে উঠে আসে বিজেপি। ২৮টি আসনে জয় পায় আম আদমি পার্টি (আপ)। কংগ্রেসের দখলে আসে ৮টি আসন। কিন্তু মাত্র ৩টি আসন কম থাকায় ‘ম্যাজিক ফিগার’ পায়নি বিজেপি। কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে সরকার গঠন করে আপ। কিন্তু ‘জন লোকপাল বিল’ পাস করাতে ব্যর্থ হওয়ার দায় নিয়ে মাত্র ৪৯ দিনের মাথায় পদ থেকে ইস্তফা দেন তৎকালীন মুখ্যমন্ত্রী আপের অরবিন্দ কেজরীবাল। এর পরে বিধানসভা জিইয়ে রেখে চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি থেকে দিল্লিতে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়। এর মধ্যে রাজধানীতে সরকার গঠন নিয়ে বারবার আলোচনা হলেও লাভ কিছু হয়নি। দিল্লির রাজনৈতিক অচলাবস্থা কাটাতে কেন্দ্রের ভূমিকায় অসন্তুষ্ট হয়ে তীব্র ভর্ৎসনা করে সুপ্রিম কোর্ট। এ বিষয়ে নাজিব জঙ্গের উদ্যোগকে স্বাগত জানায় সর্বোচ্চ আদালত।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন