দিল্লির রাস্তায় পিটিয়ে খুন মণিপুরি যুবককে

রাজধানীতে ফের উত্তর-পূর্বের এক যুবককে পিটিয়ে মারল দুষ্কৃতীরা। রবিবার রাতে কোটলা-মুবারকপুর এলাকায় ঘটনাটি ঘটে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেণ রিজিজু বলেছেন, “ঘটনাটি পূর্বপরিকল্পিত বলে মনে করা হচ্ছে। কোনও প্ররোচনা ছাড়াই ওই যুবককে আক্রমণ করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রকও এ নিয়ে তদন্ত করবে।”

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২১ জুলাই ২০১৪ ১৮:৪৮
Share:

রাজধানীতে ফের উত্তর-পূর্বের এক যুবককে পিটিয়ে মারল দুষ্কৃতীরা। রবিবার রাতে কোটলা-মুবারকপুর এলাকায় ঘটনাটি ঘটে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেণ রিজিজু বলেছেন, “ঘটনাটি পূর্বপরিকল্পিত বলে মনে করা হচ্ছে। কোনও প্ররোচনা ছাড়াই ওই যুবককে আক্রমণ করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রকও এ নিয়ে তদন্ত করবে।” এ বছর জানুয়ারি মাসে দিল্লির লাজপত নগর বাজারে গণপিটুনিতে মৃত্যু হয় অরুণাচলের পড়ুয়া নিদো টানিয়ার। ওই ঘটনায় দেশজুড়ে সমালোচনা ঝড় উঠেছিল। কিন্তু তার পরেও রাজধানীতে উত্তর-পূর্বের বাসিন্দাদের উপর নিগ্রহ কমেনি। রবিবার রাতের ঘটনাটিও ঘটল লাজপত নগরের খুব কাছে কোটলা-মুবারকপুরে।

Advertisement

পুলিশ জানিয়েছে, নিহতের নাম সালেনি। বছর পঁচিশের ওই নাগা যুবক থাকতেন দিল্লির মুনিরকা এলাকায়। কয়েক দিন আগেই তিনি একটি কল-সেন্টারের চাকরি ছেড়েছিলেন। আদতে মণিপুরের বাসিন্দা সালেনির পরিজনরা বর্তমানে থাকেন অসমের সেনাপতি জেলার তনজয় গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত আড়াইটে নাগাদ দুই বন্ধুর সঙ্গে ফিরছিলেন সালেনি। একটি সাদা গাড়িতে ৫-৬ জন দুষ্কৃতী তাঁদের রাস্তা আটকায়। তিন যুবকের সঙ্গে দুষ্কৃতীদের ঝামেলা বাধে। আচমকা সালেনিকে ঘিরে ধরে মারধর শুরু করে হানাদাররা। ভয় পেয়ে তাঁর দুই বন্ধু সেখান থেকে পালান। তাঁরাই ফোনে পুলিশে খবর দেন। কিছু ক্ষণ পর ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় সালেনিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তদন্তকারীরা জানিয়েছেন, ঘটনাস্থলের কাছে থাকা একটি সিসিটিভি ক্যামেরার ‘ফুটেজ’ সংগ্রহ করা হয়েছে। তিন জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রুজু করা হয়েছে খুনের মামলা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন