পুঞ্চে ফের যুদ্ধবিরতি লঙ্ঘন পাক সেনাদের

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ জুন ২০১৪ ১২:১৩
Share:

আইডি বিস্ফোরণে বৃহস্পতিবার পুঞ্চে এক সেনা জওয়ানের মৃত্যুর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের অশান্ত ভারত-পাক নিয়ন্ত্রণরেখা। সেনা সূত্রে খবর, এ দিন সকাল সাড়ে ৭টা নাগাদ পুঞ্চের মেন্ধর সেক্টরে ভারতীয় সেনা চৌকি লক্ষ্য করে স্বয়ংক্রিয় অস্ত্র থেকে গুলি ছুঁড়তে শুরু করে পাক সেনারা। পাল্টা জবাব দেয় সীমান্তে টহলরত ভারতীয় সেনারাও। প্রায় ১৫ মিনিট ধরে উভয় পক্ষের গুলির লড়াই চলে। তবে হতাহতের কোনও ঘটনা ঘটেনি বলেই জানিয়েছেন এক সেনা আধিকারিক। এই নিয়ে গত দু’মাসে ১৯ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাক সেনারা।

Advertisement

বৃহস্পতিবারই পুঞ্চ সেক্টরে সন্দেহভাজন পাক জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন শঙ্কর সিংহ নামে এক ভারতীয় জওয়ান। আহত হয়েছেন আরও তিন জন। সেনা সূত্রে জানা গিয়েছে, ২০১৩-তে ভারত-পাক সীমান্তের সেনা চৌকিগুলিতে ও নিয়ন্ত্রণ রেখা বরাবর মোট ১৪৯ বার হামলা চালিয়েছে পাক সেনারা। ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১২ জন জওয়ান।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement