বাইপাসে দু’টি বাসের রেষারেষি, দুর্ঘটনায় জখম ৩

দু’টি বাসের রেষারেষির জেরে দুর্ঘটনা ঘটল ই এম বাইপাসে অজয়নগর মোড়ে। এই ঘটনায় এক ব্যক্তির হাত ভেঙে গিয়েছে। আহত হয়েছেন আরও দুই মহিলা। গত সপ্তাহেই এ রকম রেষারেষির জেরে দুর্ঘটনা ঘটেছিল বেলেঘাটাতেও। পুলিশ জানায়, এ দিন বেলা পৌনে ১টা নাগাদ একটি সরকারি এবং বেসরকারি বাস যাত্রী তোলা নিয়ে রেষারেষি শুরু করে। অজয়নগর মোড়ের কাছে সিগন্যালে দাঁড়ানোর সময় একটি বাসকে পিছন থেকে ধাক্কা মারে অন্যটি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ জুন ২০১৪ ১৮:২৩
Share:

দু’টি বাসের রেষারেষির জেরে দুর্ঘটনা ঘটল ই এম বাইপাসে অজয়নগর মোড়ে। এই ঘটনায় এক ব্যক্তির হাত ভেঙে গিয়েছে। আহত হয়েছেন আরও দুই মহিলা। গত সপ্তাহেই এ রকম রেষারেষির জেরে দুর্ঘটনা ঘটেছিল বেলেঘাটাতেও।

Advertisement

পুলিশ জানায়, এ দিন বেলা পৌনে ১টা নাগাদ একটি সরকারি এবং বেসরকারি বাস যাত্রী তোলা নিয়ে রেষারেষি শুরু করে। অজয়নগর মোড়ের কাছে সিগন্যালে দাঁড়ানোর সময় একটি বাসকে পিছন থেকে ধাক্কা মারে অন্যটি। তাতে জখম হন দুই মহিলা। সিগন্যালে দাঁড়িয়ে থাকা বাসটির সামনে এক মোটরবাইক আরোহীও ছিলেন। ধাক্কার ফলে বাসটি সামনে এগিয়ে গিয়ে বাইকটির পিছনে ধাক্কা মারে। তার জেরেই বাইকের পিছনের আসনে বসা সন্দীপ মণ্ডল নামে বছর বত্রিশের এক যুবকের হাত ভেঙে যায়। স্থানীয়েরা এর পরে আহতদের এলাকার বেসরকারি হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পরে সবাইকে ছেড়ে দেওয়া হয়।

পুলিশ জানায়, ঘটনার পর দু’টি বাসেরই চালক ও কন্ডাক্টর পলাতক। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে পরে সন্দীপবাবু সার্ভে পার্ক থানায় গিয়ে একটি অভিযোগ দায়ের করেন। পলাতক চালক ও কন্ডাক্টরের খোঁজে তল্লাশি চলছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement