বিচার ব্যবস্থার মানহানির চেষ্টা হচ্ছে, মত সুপ্রিম কোর্টের

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ অগস্ট ২০১৪ ১৬:৫৪
Share:

ভুয়ো খবরের ভিত্তিতে বার বার বিচার ব্যবস্থার মানহানির চেষ্টা করা হচ্ছে। এমনই অভিযোগ আনল সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতি আর এম লোঢার নেতৃত্বাধীন বেঞ্চ। সোমবার শীর্ষ আদালতে দায়ের হওয়া একটি জনস্বার্থ মামলা শুনতে গিয়ে এমন মত ব্যক্ত করেন প্রধান বিচারপতি লোঢার নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ। প্রধান বিচারপতি ছাড়াও ওই বেঞ্চে ছিলেন বিচারপতি কুরিয়ান জোসেফ এবং বিচারপতি আর এফ নরিমান।

Advertisement

মুখ্য বিচারপতি বলেন, ভুয়ো খবর ছড়িয়ে সারা দেশব্যাপী বিচার ব্যবস্থার সন্মান লুঠের চেষ্টা করা হচ্ছে। এমন প্রচেষ্টা গণতন্ত্রের উপরেই আঘাত বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

পঞ্জাব-হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে কর্নাটক হাইকোর্টের বিচারপতি কে এল মঞ্জুনাথকে নিয়োগ করেছে বিচারপতিদের নিয়োগ কমিটি। এই নিয়োগের কথা কমিটির ওয়েবসাইটে দেওয়া হয়নি অভিযোগ করে সম্প্রতি সুপ্রিম কোর্টে দায়ের হয় একটি জনস্বার্থ মামলা। রামপ্রসাদ নামে এক ব্যক্তি দারস্থ হন শীর্ষ আদালতের।

Advertisement

এ দিন ওই মামলাটির আবেদন খারিজ করে দেন প্রধান বিচারপতি। মামলাকারীকে তিনি জিজ্ঞাসা করেন, কে তাঁকে বিচারপতি কে এল মঞ্জুনাথের নিয়োগের খবরটি দিয়েছে? খবরটি একেবারে ভুয়ো বলে অভিহিত করেন প্রধান বিচারপতি লোঢা। তিনি বলেন, তিনি প্রধান বিচারপতি হওয়ার সুবাদে বিচারপতিদের নিয়োগ কমিটিরও প্রধান। তাঁর নেতৃত্বাধীন কমিটি ছাড়া অন্য কোনও কমিটির অস্তিত্ব সম্পর্কে তিনি সন্দিহান। আইনি ব্যবস্থার উপর মানুষের যে বিশ্বাস আছে, তা নিয়ে এমন ভাবে ছিনিমিনি খেলা উচিত্ নয় বলে অভিমত প্রকাশ করেন প্রধান বিচারপতি লোঢা। তিনি আরও বলেন, নিয়োগ কমিটি একটি প্রতিষ্ঠান এবং সেই কমিটিরও কিছু বাধ্যবাধকতা আছে। কিন্তু এমন ভাবে আইন ব্যবস্থার বিরুদ্ধে ভুয়ো প্রচেষ্টা চালানো উচিত নয় বলে মত প্রকাশ করেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন