বারুইপুর থেকে গ্রেফতার জেল পালানো আজিম মিস্ত্রি

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ অগস্ট ২০১৪ ০৯:৫৩
Share:

করাত দিয়ে লোহার গারদ কাটা, গামছা-লুঙ্গির দড়ি বানিয়ে তিন তিনটে পাঁচিল টপকালেও শেষ রক্ষা হল না। জেল থেকে পালানোর ২৪ ঘণ্টার মধ্যেই ধরা পড়ে গেল আজিম মিস্ত্রি। শুক্রবার গভীর রাতে বারুইপুর থেকে তাকে গ্রেফতার করল পুলিশ।

Advertisement

বৃহস্পতিবার গভীর রাতে আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগার থেকে পালিয়ে যায় আজিম মিস্ত্রি, কুতুবুদ্দিন লস্কর ও শামিম হাওলাদার নামে তিন বন্দি। এদের তিন জনের বিরুদ্ধেই ডাকাতি, অপহরণ-সহ একাধিক মামলা রয়েছে। ডাকাতি করতে গিয়ে খুনের অভিযোগ রয়েছে আজিম মিস্ত্রির বিরুদ্ধে। তিন বন্দির জেল পালানোর পরই তাদের খোঁজে শুরু হয় তত্পরতা। পলাতক বন্দিরা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালিয়ে যেতে পারে সেই আশঙ্কায় বিএসএফ-কে সতর্ক করে পুলিশ। এরই মধ্যে গোপন সূত্রে পুলিশ জানতে পারে জেল থেকে পালিয়ে আজিম মিস্ত্রি তার বারুইপুরের বাড়িতে গিয়েছে। শুক্রবার গভীর রাতে বারুইপুর স্টেশন চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে জেরা করে বাকি দু’জন জেল পালানো বন্দির খোঁজ করছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন