বীরভূমের লাভপুরে বোমা বাঁধতে গিয়ে মৃত ২

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০১৪ ১৮:০৮
Share:

বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে বীরভূমের লাভপুরে মৃত্যু হল দু’জনের। সোমবার বেলা সাড়ে এগারোটা নাগাদ এই ঘটনা ঘটে। মৃতদের পরিচয় এখনও নিশ্চিত করে জানাতে পারেনি পুলিশ।

Advertisement

পুলিশ জানিয়েছে, লাভপুরের বামনি গ্রামে শেখ ইসমাইল নামের এক ব্যক্তির বাড়ির পিছনে বসে বোমা বাঁধছিল কয়েক জন। এলাকায় ইসমাইল তৃণমূলের কর্মী হিসেবেই পরিচিত। হঠাৎই বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। এই ঘটনায় ইসমাইলের বাড়ির টিনের চাল উড়ে যায়। খবর পেয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ওই গ্রামে পৌঁছয়। সঙ্গে যান বম্ব স্কোয়াডের কর্মীরাও।

এ দিন বিকেলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সুনীল গুপ্ত বলেন, “লাভপুরের কুসুমগড়িয়া গ্রামে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে দু’জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে এক জনকেই শনাক্ত করা গিয়েছে। তার নাম শেখ বরজাহান।”

Advertisement

ঘটনাস্থলে এ দিন সন্ধ্যা পর্যন্ত বোলপুরের এসডিপিও এবং সিআই উপস্থিত রয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement