বাসন্তী হাইওয়েতে চলন্ত ট্যাক্সিতে মহিলার শ্লীলতাহানি, ধৃত অভিযুক্ত চালক

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ জুলাই ২০১৪ ১৮:৫৮
Share:

চলন্ত ট্যাক্সিতে মহিলা যাত্রীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হল এক ট্যাক্সিচালক। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম লালমোহন যাদব। ঘটনা ঘটেছে রবিবার রাত ১১টা নাগাদ প্রগতি ময়দান থানা এলাকার চৌবাগা এবং কয়লা ডিপোর মাঝামাঝি একটি জায়গায়।

Advertisement

পুলিশ সূত্রের খবর, নিউ ব্যারাকপুরের বাসিন্দা ওই মহিলা বানতলায় যাবেন বলে রাত সাড়ে দশটা নাগাদ একাই চিংড়িঘাটা থেকে ট্যাক্সিতে ওঠেন। অভিযোগ, চৌবাগা পৌঁছলে আচমকাই ট্যাক্সির গতি কমিয়ে দেয় চালক। সেখানেই মহিলাকে ট্যাক্সি থেকে নেমে পড়তে বলে চালক জানায়, গাড়ি আর যাবে না। তা নিয়ে মহিলার সঙ্গে চালকের বাগবিতণ্ডা হয়। মহিলার দাবি, অত রাতে মাঝরাস্তায় নামতে চাননি তিনি। বারবার চালককে তিনি অনুরোধ করেন বানতলা পৌঁছে দেওয়ার জন্য। কিন্তু চালক তাতে আমল দেয়নি। উপরন্তু তাঁর শাড়ির আঁচল ধরে টানাটানি করতে থাকে বলে মহিলার অভিযোগ। তার পরেই আচমকা গাড়ি ঘুরিয়ে নিয়ে পালাতে যায় চালক। চালকের এই আচরণে আতঙ্কিত হয়ে চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দেন তিনি। তবে গাড়িতে তাঁর জামা কাপড়ের ব্যাগটি রয়ে গিয়েছিল। তা নিয়েই প্রচণ্ড জোরে গাড়ি চালিয়ে চম্পট দেয় চালক।

পুলিশ জানিয়েছে, কয়লা ডিপোর কাছে রোজ রাতেই টহলরত পুলিশের একটি ভ্যান দাঁড়িয়ে থাকে। রাত এগারোটা নাগাদ মালপত্র বোঝাই একটি ছোট গাড়ি এসে টহলরত পুলিশকে জানায়, কিছু দূরে রাস্তার উপরে দাঁড়িয়ে এক মহিলা সাহায্যের জন্য চিৎকার করছেন। খবর পেয়ে রাস্তায় ওই মহিলার থেকে বিষয়টি জানে পুলিশ। প্রায় ৬ কিলোমিটার ধাওয়া করে অম্বেডকর ব্রিজের নীচে ট্যাক্সিটিকে আটক করে পুলিশ। পুলিশ জানিয়েছে, তত ক্ষণে বানতলায় পৌঁছে মহিলাও স্বামীর মোটরবাইকে চেপে ট্যাক্সির পিছু করতে শুরু করেছিলেন। অম্বেডকর ব্রিজের কাছে চালক-সহ ট্যাক্সিটিকে আটক করার পর মহিলাই অভিযুক্তকে শনাক্ত করেন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন