এক গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে তাঁর শ্বশুরকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে পোস্তা থানার ৭ নম্বর জগমোহন মল্লিক লেনে। ধৃতের নাম রামজি সিংহ।
পুলিশ জানিয়েছে, দীর্ঘ দিন ধরে কোনও কাজ করতেন না রামজি। অভিযোগ, মাঝেমধ্যেই মদ খেয়ে বাড়ি ফিরে টাকা নিয়ে অশান্তি করতেন তিনি। ওই দিন রাতে সে নিয়েই ঝগড়াঝাটি করার সময় পুত্রবধূ তাঁকে বাধা দিতে যান। সেই সময় তিনি তাঁর শ্লীলতাহানি করেন বলে পুলিশের কাছে অভিযোগ করেছেন ওই বধূ।