উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার হানিডাঙা গ্রামে শৌচাগারের সেপটিক ট্যাঙ্ক থেকে মঙ্গলবার এক মহিলার পচাগলা দেহ উদ্ধার করল পুলিশ। মৃতের নাম হাসিনা মণ্ডল(৩৫)। খুনের অভিযোগে পুলিশের কাছে মৃতের বোনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তাঁর শ্বশুর। তদন্তকারীরা ওই মহিলার বোনের খোঁজে তল্লাশি শুরু করেছে। তাঁর বাড়ি হানিডাঙায়।
পুলিশ সূত্রে খবর, মৃত ওই মহিলার শ্বশুরবাড়ি গোপালনগর থানার বামনডাঙায়। কিছু দিন আগে পারিবারিক ঝগড়ার কারণে পাঁচ মাসের মেয়েকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান ওই মহিলা। তার পর থেকে আর তাঁর দেখা মেলেনি।
এ দিন সকালে হানিডাঙায় মৃতের বোনের বাড়ি থেকে তীব্র পচা গন্ধ এলাকায় ছড়িয়ে পড়ে। বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় বনগাঁ থানার পুলিশ। তল্লাশি চালিয়ে শৌচাগারের সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হয় ওই পচাগলা দেহ। তবে অভিযুক্ত মহিলার কোনও সন্ধান পাওয়া যায়নি।