সত্যেন্দ্রনাথ বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেস। ছবি: সংগৃহীত।
ইঞ্জিনিয়ারিং শাখায় স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নদের নিয়োগ করবে রাষ্ট্রায়ত্ত গবেষণাগার। সংস্থার প্রশাসনিক বিভাগে ক্যাম্পাস ইঞ্জিনিয়ার ও এস্টেট অফিসার পদে কর্মী হিসাবে তাঁকে নিয়োগ করা হবে। শূন্যপদ একটি।
সিভিল কিংবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তি ওই পদে যোগদানের সুযোগ পাবেন। প্রার্থীদের অন্তত ১০ বছর কোনও সরকারি বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানে নির্মানকার্য, বৈদ্যুতিন সরঞ্জাম বসানো এবং মেরামত করা ও রক্ষণাবেক্ষণের কাজে পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।
নিযুক্তের বয়স ৪০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। তাঁকে প্রতি মাসে ১,৩৮,৬৫২ টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। স্থায়ী পদে নিযুক্তের কাজ চলবে।
ডাকযোগে জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্রের মতো নথি জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ৯ জানুয়ারি। বাছাই করা প্রার্থীরা ইন্টারভিউয়ের জন্য ডাক পাবেন।