বহরমপুর কলেজে সংঘর্ষ দুই ছাত্র সংগঠনে

শিক্ষাঙ্গনে ফের নৈরাজ্য। নবীনবরণ উত্সব এবং কলেজ সোশ্যালকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ল ছাত্র পরিষদ এবং তৃণমূল ছাত্র পরিষদ। শনিবার বিকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুর কলেজে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ নভেম্বর ২০১৪ ২০:০২
Share:

শিক্ষাঙ্গনে ফের নৈরাজ্য। নবীনবরণ উত্সব এবং কলেজ সোশ্যালকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ল ছাত্র পরিষদ এবং তৃণমূল ছাত্র পরিষদ। শনিবার বিকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুর কলেজে।

Advertisement

শুক্রবার কলেজে নবীনবরণ এবং এ দিন কলেজ সোশ্যালের অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের অনুষ্ঠানে কেন বহিরাগতরা উপস্থিত থাকবে এই অভিযোগকে কেন্দ্র করেই তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়ে দুই ছাত্র সংগঠন। বচসা গড়ায় হাতাহাতিতে। ঘটনায় আহত হন কয়েক জন। বহরমপুর থানার পুলিশ লাঠি চালিয়ে হটিয়ে দেয় দু’পক্ষকেই।

কলেজ সূত্রে খবর, শুক্রবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ অধীররঞ্জন চৌধুরী এবং স্থানীয় বিধায়ক মনোজ চক্রবর্তী। এ দিনের কলেজ সোশ্যালেও পড়ুয়াদের তুলনায় বহিরাগতরাই বেশি সংখ্যায় উপস্থিত ছিল বলে অভিযোগ তোলে তৃণমূল ছাত্র পরিষদ। অভিযোগ নস্যাত্ করে দিয়ে কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদ জানায়, অধীররঞ্জন চৌধুরী কলেজের গভর্নিং কাউন্সিলের প্রাক্তন সভাপতি এবং মনোজ চক্রবর্তী কলেজের গভর্নিং কাউন্সিলের বর্তমান সভাপতি। তাঁরা কেউই বহিরাগত নন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement