ভাঙড় কাণ্ডে গ্রেফতার আরও দুই

ভাঙড় কাণ্ডে আরও দু’জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতেরা হল নেপাল মণ্ডল ও বিশ্বনাথ মুখোপাধ্যায়। এই নিয়ে এই কাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে হল ১৪। এই দু’জনকে রবিবার বারুইপুর আদালতে তোলা হয় বলে পুলিশ সূত্রে খবর। ধৃতদের পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। শনিবার সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগনা পুলিশের বিশেষ দল এবং কলকাতার লেদার কমপ্লেক্স থানার পুলিশ যৌথ ভাবে তল্লাশি চালিয়ে ভাঙড় এলাকা থেকেই ওই দুই অভিযুক্তকে আটক করে। জিজ্ঞাসাবাদের পর তাদের গ্রেফতার করা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০১৪ ১২:১১
Share:

ধৃত বিশ্বনাথ (বাঁ দিকে) ও নেপাল। ছবি: সামসুল হুদা।

ভাঙড় কাণ্ডে আরও দু’জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতেরা হল নেপাল মণ্ডল ও বিশ্বনাথ মুখোপাধ্যায়। এই নিয়ে এই কাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে হল ১৪। এই দু’জনকে রবিবার বারুইপুর আদালতে তোলা হয় বলে পুলিশ সূত্রে খবর। ধৃতদের পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক।

Advertisement

শনিবার সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগনা পুলিশের বিশেষ দল এবং কলকাতার লেদার কমপ্লেক্স থানার পুলিশ যৌথ ভাবে তল্লাশি চালিয়ে ভাঙড় এলাকা থেকেই ওই দুই অভিযুক্তকে আটক করে। জিজ্ঞাসাবাদের পর তাদের গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, ঘটনার পর থেকেই এই দুই অভিযুক্ত এলাকা ছেড়ে পালিয়েছিল। সে দিনের ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল নেপাল ও বিশ্বনাথের নাম সেই তালিকায় ছিল। মোবাইলের সূত্র ধরে এই দু’জনকে ওই দিন সন্ধ্যায় ভাঙড় থেকেই গ্রেফতার করে পুলিশ। শনিবার সকালে দিলীপ মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল পুলিশ।

গত ২৫ অক্টোবর এলাকা দখলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়ের বেঁওতা গ্রাম পঞ্চায়েত। দুষ্কৃতীদের গুলিতে নিজের বাড়িতেই নিহত হন রমেশ ঘোষাল নামে এক তৃণমূলকর্মী। হামলা চালানো হয় বেঁওতা-১ পঞ্চায়েতের প্রাক্তন প্রধান পাঁচু মণ্ডলের বাড়িতেও। কোনও রকমে পালিয়ে নিজের প্রাণ বাঁচান তিনি। তাঁকে লক্ষ্য করে দুষ্কৃতীদের ছোড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে বাপন মণ্ডল নামে এক তৃণমূলকর্মীর মৃত্যু হয়। অভিযোগ ওঠে, আরাবুলের অনুগামীরাই এই খুনের জন্য দায়ী। ঘটনার এক সপ্তাহের মধ্যে অভিযোগ ও পাল্টা অভিযোগের মধ্যে দিয়ে অনেক জল গড়িয়েছে। গ্রেফতার হয়েছে ১৪ জন। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন