মোদীর সভার আগে মাও হানা বিহারে

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ মার্চ ২০১৪ ১১:৩৪
Share:

নরেন্দ্র মোদীর জনসভার আগেই মাওবাদী হামলায় কেঁপে উঠল গয়া। বৃহস্পতিবার দুপুরে বিহার ও ঝাড়খণ্ড মিলিয়ে চারটি নির্বাচনী জনসভা করার কথা বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীর। তার আগেই এই বিস্ফোরণে নড়েচড়ে বসেছে প্রশাসন।

Advertisement

পুলিশ সূত্রে খবর, বুধবার গভীর রাতে গয়ার মনঝাউলি ও ডুমারিয়ে বাজার এলাকায় জড়ো হয় শ’খানেক মাওবাদীর একটি দল। এর পর বিস্ফোরণ ঘটিয়ে ওই এলাকার দু’টি মোবাইল টাওয়ার উড়িয়ে দেয় তারা। সম্প্রতি ছাতরায় নিরাপত্তারক্ষিদের সঙ্গে সংঘর্ষে মারা যায় দশ মাও স্কোয়াড সদস্য। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিহারের মাও অধ্যুষিত এলাকাগুলিতে বনধের ডাক দেয় তারা। গত বছর অক্টোবরে পটনায় মোদীর জনসভার আগে ভয়াবহ বিস্ফোরণে সাত জনের মৃত্যু হয়েছিল। বৃহস্পতিবার দুপুরে সাসারাম ও গয়ায় দু’টি জনসভা করার কথা মোদীর। মাও অধ্যুষিত এই এলাকায় বিজেপির এই সভা ঘিরে আগেই নেওয়া হয়েছিল চূড়ান্ত নিরাপত্তা। তা সত্ত্বেও এই ঘটনা চিন্তা বাড়িয়েছে প্রশাসনের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement