মালদহে বাইক চোর সন্দেহে গণপ্রহার, জখম ১

বাইক চোর সন্দেহে এক যুবককে গণপ্রহারের অভিযোগ উঠল মালদহে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে ইংরেজবাজার থানার অন্তর্গত মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৪ ১৫:৫০
Share:

বাইক চোর সন্দেহে এক যুবককে গণপ্রহারের অভিযোগ উঠল মালদহে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে ইংরেজবাজার থানার অন্তর্গত মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে। পুলিশ সূত্রে খবর, কয়েক দিন ধরে নির্মাণ কাজ চলছে মালদহ মেডিক্যাল কলেজে হাসপাতালে। এ দিন সকালে তাঁর বাইকে এক অজ্ঞাতপরিচয় যুবককে বসে থাকতে দেখেন নির্মাণ শ্রমিক প্রবীর ভাস্কর। চুরি করার উদ্দেশ্যেই যুবকটি বাইকের উপর বসে আছে বলে সন্দেহ করেন ওই নির্মাণ শ্রমিক। এর পরই বাইক চোর সন্দেহে ওই যুবককে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা। কিছু ক্ষণ পর ওই যুবককে উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজে হাসপাতালে ভর্তি করে পুলিশ। আহত যুবকের নাম দিলবর শেখ। সে মালদহের সুজাপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। তবে আদৌ তার চুরির উদ্দেশ্য ছিল কি না তা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement