আলিপুর জেলা আদালত খারিজ করে দেওয়ায় বৃহস্পতিবারই কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন করেছেন সারদা-কাণ্ডে ধৃত রাজ্যের মন্ত্রী মদন মিত্র। শুক্রবার তিনি তাঁর আইনজীবী মারফত সেই আবেদনের দ্রুত শুনানির জন্য দৃষ্টি আকর্ষণ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায় ও বিচারপতি ইন্দ্রজিত্ চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে। ডিভিশন বেঞ্চ জানিয়েছে, জামিনের আবেদনের মামলাটির শীঘ্রই শুনানি হবে।
মন্ত্রী মদন মিত্র তাঁর বিরুদ্ধে সিবিআইয়ের দায়ের করা ভারতীয় দণ্ডবিধির ৪০৯ নম্বর ধারাকে চ্যালেঞ্জ করে বৃহস্পতিবার আলিপুর জেলা আদালতে একটি মামলা দায়ের করেছেন। হাইকোর্টের আইনজীবী অসীমেশ গোস্বামী জানান, ৪০৯ নম্বর ধারার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাবাস। নিম্ন আদালতের বিচারক সেই ধারা মদনবাবুর বিরুদ্ধে প্রয়োগ করেছেন। জেলা আদালতে সেই ধারাকে চ্যালেঞ্জ করা হলে সিবিআই-ও প্রয়োজনে হাইকোর্টের দ্বারস্থ হতে পারে। এরই পাশাপাশি এসএসকেএম সূত্রে খবর, মদনবাবুর রক্তচাপ আপাতত নিয়ন্ত্রণে। কিন্তু মানসিক চাপ কাটেনি।