লোকসভায় তৃণমূল-বিজেপি সাংসদদের মধ্যে তীব্র বচসা

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ জুলাই ২০১৪ ১৮:২৭
Share:

রেল বাজেট পেশের দিনই লোকসভায় তীব্র বচসায় জড়ালেন তৃণমূল এবং বিজেপির সাংসদেরা। দু’পক্ষের মধ্যে বাগবিতণ্ডা একসময় প্রায় হাতাহাতির পর্যায়ে পৌঁছয়।

Advertisement

মঙ্গলবার বিরতি কাটিয়ে সাড়ে তিনটে নাগাদ ফের লোকসভার অধিবেশন শুরু হলে রেল বাজেট নিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল ও আপের সাংসদেরা। এমনকী, ওয়েলে নেমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রেলমন্ত্রী সদানন্দ গৌড়ার বিরুদ্ধেও স্লোগান দিতে থাকেন তাঁরা। পাল্টা স্লোগান দেন বিজেপি সাংসদেরাও। এরই মধ্যে দু’জন বিজেপি সাংসদ অভিযোগ করেন, তৃণমূল সাংসদেরা অধিবেশনে বাধা দিচ্ছেন। এর পরই দু’পক্ষের মধ্যে তুমুল তর্কবিতর্ক শুরু হয়। কক্ষের দু’জন মার্শাল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও থামানো যায়নি কোনও পক্ষকেই। সাড়ে চারটে নাগাদ অধিবেশন মুলতুবি করলেও পরিস্থিতির পরিবর্তন হয়নি। তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় দলীয় সাংসদের জড়ো করে এর পরে সংসদ ভবনের বাইরে গাঁধী মূর্তির পাদদেশে বিক্ষোভে বসেন। তাঁরা অভিযোগ করেন, বিজেপি সাংসদেরা অকথ্য ভাষার প্রয়োগ করেছেন। এমনকী, তাঁদের মারেরও হুমকি দিয়েছেন। যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় বলেছেন, হেনস্থার অভিযোগ মিথ্যা। বিজেপির জগদম্বিকা পাল বলেন, “এটি তাপস পাল ইস্যুতে নজর ঘোরানোর চেষ্টা।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement