শেখ হাসিনার কনভয়ের পথে বিস্ফোরণ

অল্পের জন্য প্রাণে বাঁচলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার ঢাকার সুরাবর্দি উদ্যানে আওয়ামি লিগের একটি জনসভায় যোগ দিতে যাচ্ছিলেন তিনি। তাঁর কনভয় কারওয়ান বাজার পার হওয়ার ১০ মিনিটের মধ্যেই বেশ কয়েকটি বোমা বিস্ফোরণ হয়। ব্যস্ত সময়ে প্রধানন্ত্রীর কনভয় যাওয়ার পরেই বোমা বিস্ফোরণের ঘটনায় পুলিশ ও প্রশাসনিক মহল নড়েচড়ে বসেছে। তবে বিস্ফোরণের তীব্রতা খুব বেশি ছিল না বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। অন্য দিকে, ওই সমাবেশেই যোগ দিতে যাচ্ছিলেন আওয়ামি লিগের সমর্থকরা। ঢাকার রামপুরা থেকে বাসে করে যাওয়ার সময় তাঁদের লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। এই ঘটনায় আহত হন ১৪ জন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ মার্চ ২০১৫ ১০:১৭
Share:

অল্পের জন্য প্রাণে বাঁচলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার ঢাকার সুরাবর্দি উদ্যানে আওয়ামি লিগের একটি জনসভায় যোগ দিতে যাচ্ছিলেন তিনি। তাঁর কনভয় কারওয়ান বাজার পার হওয়ার ১০ মিনিটের মধ্যেই বেশ কয়েকটি বোমা বিস্ফোরণ হয়। ব্যস্ত সময়ে প্রধানন্ত্রীর কনভয় যাওয়ার পরেই বোমা বিস্ফোরণের ঘটনায় পুলিশ ও প্রশাসনিক মহল নড়েচড়ে বসেছে। তবে বিস্ফোরণের তীব্রতা খুব বেশি ছিল না বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে।

Advertisement

অন্য দিকে, ওই সমাবেশেই যোগ দিতে যাচ্ছিলেন আওয়ামি লিগের সমর্থকরা। ঢাকার রামপুরা থেকে বাসে করে যাওয়ার সময় তাঁদের লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। এই ঘটনায় আহত হন ১৪ জন।

গত ৫ জানুয়ারি থেকে বাংলাদেশে হরতাল শুরু করেছে বিএনপি ও তার শরিক দলগুলি। শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে গত বছর থেকেই নতুন করে নির্বাচনের দাবি জানায় বিরোধী দলগুলি। দেশজুড়ে রাজনৈতিক টানাপড়েনের মধ্যেই সাধারণ নির্বাচন হয়। ভোট বয়কট করে বিএনপি-সহ ২০টি শরিক দল। নির্বাচন পরবর্তী সময় থেকেই বিরোধী দলগুলির হরতাল ও বনধে দেশজুড়ে অচলাবস্থা সৃষ্টি হয়। রাজনৈতিক হিংসায় মৃত্যু হয় শতাধিক মানুষের। এই আবহে হাসিনার কনভয়ের উপর আক্রমণে বিভিন্ন মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন