Vastu Tips

শাঁখ বাজিয়ে না ধুয়েই রেখে দেন? এর ফলে বাড়ির উপর খারাপ প্রভাব পড়ে! শঙ্খ ব্যবহারের সঠিক নিয়মগুলি জেনে নিন

শঙ্খের আওয়াজে বাড়িতে শুভ শক্তির সঞ্চার ঘটে বলে মনে করা হয়। তবে শাঁখ যেখানে-সেখানে রাখা উচিত নয়। এতে জীবনের উপর কুপ্রভাব পড়ে।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৫ ১১:৩১
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

প্রায় প্রত্যেক হিন্দু বাড়িতেই শঙ্খ ব্যবহারের চল রয়েছে। শাঁখের আওয়াজ ছাড়া পুজো যেন অসম্পূর্ণ রয়ে যায়। কেবল পুজো নয়, হিন্দু বাড়িতে যে কোনও শুভ কাজে শাঁখ বাজানোর চল রয়েছে। শঙ্খের আওয়াজে বাড়িতে শুভ শক্তির সঞ্চার ঘটে বলে মনে করা হয়। তবে শাঁখ যেখানে-সেখানে রাখা উচিত নয়। এতে জীবনের উপর কুপ্রভাব পড়ে। বাড়িতে শাঁখ রাখার ব্যাপারে কোন বিষয়গুলি মাথায় রাখা জরুরি জেনে নিন।

Advertisement
  • শাঁখ কখনও মাটিতে বা মেঝের উপর রাখতে নেই। সর্বদা কোনও উঁচু স্থানে বা কাপড় পেতে সেটির উপর শাঁখ রাখতে হবে।
  • শঙ্খ রাখার উপযুক্ত স্থান হল ঠাকুরের বেদি। বাড়িতে দক্ষিণাবর্ত শঙ্খ থাকলে সেটিকে ঠাকুরের আসনে রেখে সাদা ফুল দিয়ে পুজো করতে হবে। এ ছাড়া এমনি শঙ্খ থাকলে সেটিকে ঠাকুরের বেদির কাছে লাল বা হলুদ কাপড় পেতে তার উপর রাখতে হবে।
Advertisement
  • শাঁখের মুখ কখনও নীচের দিকে রাখবেন না। শাঁখ রাখার সময় এই বিষয়টি মাথায় রাখা জরুরি। শঙ্খটিকে এমন ভাবে রাখতে হবে যাতে শাঁখের মুখটি উপর দিকে থাকে।
  • ব্যবহারের পর শঙ্খ সর্বদা ধুয়ে রাখতে হবে। গঙ্গাজল দিয়ে ধুতে পারলে খুব ভাল, না হলে এমনি জল দিয়ে ধুলেও চলবে। শাঁখটিকে কোনও কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। সেটিকে খোলা রেখে দিলে চলবে না।
  • বাড়ির পূর্ব দিকটি শাঁখ রাখার জন্য উপযুক্ত। পূর্ব দিকে সম্ভব না হলে, বাড়ির উত্তর-পশ্চিম দিকেও রাখা যেতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement