শিলিগুড়ির হোটেলে আগুন, মৃত ২, আহত ৬

আগুনে ভষ্মীভূত হয়ে গেল পর্যটন হোটেল। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির প্রধাননগর থানা এলাকায়। আগুনে পুড়ে মৃত্যু হয় এক দম্পতির। আহত হন আরও ছয় জন। মৃত এবং আহতদের এখনও পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ দিন রাত ১ নাগাদ হোটেল চত্বরের একতলার রিসেপশনে আগুন লাগে। সিঁড়ি থেকে আগুন ছড়িয়ে পড়ে হোটেলের উপরতলাগুলিতে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৪ ১৩:১০
Share:

আগুনে ভষ্মীভূত হয়ে গেল পর্যটন হোটেল। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির প্রধাননগর থানা এলাকায়। আগুনে পুড়ে মৃত্যু হয় এক দম্পতির। আহত হন আরও ছয় জন। মৃত এবং আহতদের এখনও পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ দিন রাত ১ নাগাদ হোটেল চত্বরের একতলার রিসেপশনে আগুন লাগে। সিঁড়ি থেকে আগুন ছড়িয়ে পড়ে হোটেলের উপরতলাগুলিতে। মৃত ওই দম্পতি উপরতলা থেকে নীচে নামার সময়ই অগ্নিদগ্ধ হয়ে যান। এর পর শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকত্সকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।

এর পর ঘটনাস্থলে হাজির হয় দমকল। প্রথমে দমকলের দু’টি ইঞ্জিন আসে। কিন্তু, আগুন দ্রুত ছড়াতে থাকায় আরও দু’টি ইঞ্জিন এসে পৌঁছয় ঘটনাস্থলে। হোটেলের ঘরে আটকে থাকা মানুষদের উদ্ধার করেন দমকলকর্মীরা। জানলার কাচ ভেঙে উদ্ধার করেন তাঁদের। ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন অনেকেই। প্রাথমিক চিকিত্সা পর তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। আহতদের ভর্তি করা হয়েছে জেলা হাসপাতালে। অবশেষে ভোর ৪টে নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে বলে খবর পাওয়া গিয়েছে। শট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান দমকলের।

Advertisement

ঘটনার তদন্ত করতে বুধবার সকালে পৌঁছয় প্রধাননগর থানার পুলিশ। ওই হোটেলটির অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ দিন পুলিশ জানিয়েছে, হোটেলটি রেজিষ্টার খাতা পুড়ে যাওয়ার ফলে পর্যটকদের যথাযথ তথ্য পাওয়া যায়নি। তা ছাড়া সেখানে কত জন ছিলেন সে সম্পর্কেও জানা যায়নি। ঘটনার পর্যবেক্ষণ করতে গিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন