শেষ দু’দফার জন্য নতুন নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। মঙ্গলবার দিল্লিতে এ নির্দেশিকার কথা ঘোষণা করেন কমিশনের উপ নির্বাচন কমিশনার বিনোদকুমার জুৎসি। জানালেন অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে। এমনকী, সেই অভিযোগ প্রমাণিত হলে পুনর্নির্বাচনের নির্দেশও দেওয়া হতে পারে বলে জানিয়েছেন তিনি।
রাজ্যে তিন দফা ভোট শেষ হয়েছে। বাকি আরও দু’দফা। তৃতীয় দফার শেষে নির্বাচন কমিশনকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিল বিরোধীরা। শাসকদলের বিরুদ্ধে বুথ দখলের পাশাপাশি ভোটারদের বাধা দেওয়া, পরিচয়পত্র কেড়ে নেওয়া, মারধর করা, এজেন্টদের বুথ থেকে বের করে দেওয়া-সহ বিভিন্ন অভিযোগ জানিয়েছিলেন বিরোধী নেতৃত্ব। সমস্ত অভিযোগ শোনার পর নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুধীরকুমার রাকেশ জানিয়েছিলেন, রাজ্যে ভোট অবাধ এবং সুষ্ঠু হয়েছে। আগামীকাল ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর এবং আসানসোল কেন্দ্রে চতুর্থ দফার ভোটগ্রহণ। তার আগে এ দিন দিল্লিতে জুৎসি জানিয়ে দিলেন, অভিযোগ পেলেই ব্যবস্থা নেবে কমিশন। প্রয়োজনে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হবে শেষ দু’দফার নির্বাচনে। কেন্দ্রীয় বাহিনী নেই এমন বুথের তালিকা দিতে বলা হয়েছে রাজ্যগুলিকে। এজেন্টকে ভয় দেখালে বা বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ প্রমাণিত হলে পুনর্নির্বাচন হবে সংশ্লিষ্ট বুথে বলে জানিয়েছেন জুৎসি।