ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। —ফাইল চিত্র।
সৌদি আরবের ক্লাবে যোগ দেওয়ার পর থেকে গোলের পর গোল করলেও দলকে ট্রফি জেতাতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এ বার সেই ট্রফি খরা কাটাতে মরিয়া তিনি। রোনাল্ডোর জোড়া গোলে আল আখদৌদকে হারিয়েছে আল নাসের। চলতি মরসুমে টানা ১০ ম্যাচ জিতেছে তারা।
২০২৫-২৬ মরসুমে সব দল ১০ ম্যাচ করে খেলেছে। আল নাসেরের পয়েন্ট ৩০। দ্বিতীয় স্থানে থাকা করিম বেঞ্জেমাদের আল হিলালের থেকে ৪ পয়েন্ট এগিয়ে তারা।
শনিবার ম্যাচের শুরু থেকেই গোল করার চেষ্টা করছিল আল নাসের। সুযোগ পেলেও গোলের মুখ খুলতে পারছিল না তারা। ৩০ মিনিটের মাথায় দলকে এগিয়ে দেন রোনাল্ডো। জোয়াও ফেলিক্সের কর্নারে হেড করেন অ্যাঞ্জেলো গোমস। ছোট্ট টোকায় তা জালে জড়িয়ে দেন রোনাল্ডো। প্রথমার্ধেই নিজের দ্বিতীয় গোল করেন সিআর৭। মার্সেলো ব্রোজ়োভিচের পাস থেকে গোল করেন তিনি।
৬৬ মিনিটে আবার বল জালে জড়ান রোনাল্ডো। কিন্তু সতীর্থ ফুটবলার অফসাইডে থাকায় সেই গোল বাতিল হয়। পরে একটি গোল করেন ফেলিক্স। ৩-০ গোলে জেতে আল নাসের। এ বার রোনাল্ডোরা যা ছন্দে রয়েছেন তাতে সৌদি প্রো লিগ জেতার বড় দাবিদার তাঁরা। তবে তার জন্য গোটা মরসুম জুড়ে এই ধারাবাহিকতা দেখাতে হবে। সেই চেষ্টাই করছেন রোনাল্ডোরা।
দেশ ও ক্লাব মিলিয়ে ৯৫৬ গোল করে ফেললেন রোনাল্ডো। প্রতিদ্বন্দ্বী লিয়োনেল মেসির সঙ্গে ব্যবধান বাড়িয়ে ফেললেন তিনি। মেসির সব মিলিয়ে গোলের সংখ্যা ৮৯৬। অর্থাৎ মেসির থেকে ৬০ গোল বেশি করেছেন রোনাল্ডো। আর ৪৪ গোল করলেই বিশ্বের প্রথম ফুটবলার হিসাবে ১০০০ গোলের রেকর্ড গড়বেন তিনি।