Rishabh Pant

টি২০ বিশ্বকাপের পর ভারতের এক দিনের দল থেকেও বাদ পড়তে পারেন পন্থ! আগরকর, গম্ভীরদের নজরে ‘অবাধ্য’ ক্রিকেটার

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ পাননি ঋষভ পন্থ। এ বার নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে এক দিনের দল থেকেও বাদ পড়তে পারেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৫ ১১:১৭
Share:

ঋষভ পন্থ। —ফাইল চিত্র।

ঋষভ পন্থের উপর কি ক্রমশ আস্থা হারাচ্ছেন গৌতম গম্ভীর, অজিত আগরকরেরা? ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ পাননি পন্থ। এ বার নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে এক দিনের দল থেকেও বাদ পড়তে পারেন তিনি। জানা গিয়েছে, পন্থকে শুধুমাত্র লাল বলের ক্রিকেটের জন্যই ভাবছেন গম্ভীর, আগরকরেরা।

Advertisement

১১ থেকে ১৮ জানুয়ারি নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের এক দিনের সিরিজ় খেলবে ভারত। তার আগে আপাতত বিজয় হজারে ট্রফি খেলছেন পন্থ। সেখানে দিল্লির হয়ে দুই ম্যাচে ৫ ও ৭০ রান করেছেন। ধারাবাহিকতা দেখাতে পারেননি। সেই কারণেই হয়তো পন্থের কথা ভাবা হচ্ছে না।

পন্থ শেষ বার ২০২৪ সালের ৭ অগস্ট শ্রীলঙ্কার বিরুদ্ধে এক দিনের ম্যাচ খেলেছিলেন। তার পর থেকে আর ৫০ ওভারের ক্রিকেটে সুযোগ পাননি তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের দলে থাকলেও খেলার সুযোগ পাননি পন্থ। ভারতের এক দিনের দলে উইকেটরক্ষকের দায়িত্ব সামলান লোকেশ রাহুল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অধিনায়কত্বও করেছেন তিনি। পন্থের মতোই নীচের দিকে খেলেন রাহুল। ফলে এই ফরম্যাটে ভারতীয় দলে পন্থের খেলার সুযোগ পাওয়া কঠিন। সেই কারণেই হয়তো তাঁকে দলেই রাখতে চাইছে না ম্যানেজমেন্ট। শুধু টেস্ট দলের জন্যই ভাবা হচ্ছে পন্থের নাম।

Advertisement

পন্থকে না নিলে জায়গা খুলে যেতে পারে ঈশান কিশনের। ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে তিনি ফিরেছেন। এ বার ৫০ ওভারের ক্রিকেটেও শিকে ছিঁড়তে পারে তাঁর। শেষ বার ২০২৩ সালের ১১ অক্টোবর আফগানিস্তানের বিরুদ্ধে এক দিনের ম্যাচ খেলেছিলেন ঈশান। তার পরে বোর্ডের নির্দেশ না মানায় দল থেকে বাদ পড়েন। আবার নির্বাচক ও প্রধান কোচের চোখে পড়েছেন ‘অবাধ্য’ ক্রিকেটার।

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সর্বাধিক রান করেছেন ঈশান। ঝাড়খণ্ডকে চ্যাম্পিয়ন করেছেন তিনি। পরে বিজয় হজারেতেও ফর্মে রয়েছেন। কর্নাটকের বিরুদ্ধে মাত্র ৩৩ বলে শতরান করেছেন। সেই কারণেই এই বাঁহাতি ব্যাটারের দিকে ঝুঁকছে ম্যানেজমেন্ট। পাশাপাশি ঈশান ওপেন করেন। যদি কোনও কারণে শুভমন গিল বা যশস্বী জয়সওয়াল না খেলতে পারেন, তা হলে রোহিত শর্মার সঙ্গে তাঁকে নামিয়ে দেওয়া যেতে পারে।

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে দলে ফিরতে পারেন শুভমন। ঘাড় ও পায়ের চোট কাটিয়েছেন তিনি। নেটে অনুশীলন করছেন। বিজয় হজারেতেও খেলার কথা রয়েছে ভারতের এক দিনের অধিনায়কের। সহ-অধিনায়ক শ্রেয়স আয়ারেরও পাঁজরের চোট সেরেছে। তবে তাঁর ফেরা এখনও অনিশ্চিত। চিকিৎসকেরা ছাড়পত্র দিলে তবেই খেলতে পারবেন শ্রেয়স।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement