সংসদে পাশ হল কয়লা ব্লক পুনর্বণ্টন সংক্রান্ত বিল। যদিও এই বিল নিয়ে নানা আপত্তি তুলেছিল বিরোধী দলগুলি। তারা বিলটিকে পুনর্বিবেচনার জন্য সংসদের স্ট্যান্ডিং কমিটিতে ফেরত পাঠানোর দাবি করেছিল। কিন্তু সেই দাবি অগ্রাহ্য করে শুক্রবার বিলটি পাশ হল। ফলে ই-নিলামের মাধ্যমে কয়লা ব্লকগুলির পুনর্বণ্টনের পথ আরও সহজ হল।
সেপ্টেম্বরে সুপ্রিম কোর্ট ২০৪টি কয়লা ব্লকের বণ্টন অবৈধ ঘোষণা করে বাতিল করে দেয়। এই কয়লা ব্লক বণ্টনের দুর্নীতি নিয়ে তদন্ত করছে সিবিআই। তার পরে ব্লকগুলির পুনর্বণ্টনের কথা ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। সেই জন্য অক্টোবরে নিয়ে আসা হয় অর্ডিন্যান্স। অর্ডিন্যান্সে বাণিজ্যিক খননের কথা ছিল। ঠিক ছিল এই ২০৪টি কয়লা ব্লকের মধ্যে যে ৭২টিতে কাজ শুরু হয়েছে তা বিদ্যুৎ, স্টিল ও সিমেন্ট শিল্পের সঙ্গে জড়িত সংস্থাগুলির কাছেই নিলাম করা হবে। আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে পুনর্বণ্টনের কাজ শেষ করার কথা বলেছিল কেন্দ্র। কেন্দ্র ২০১৯-এর মধ্যে ভারতে কয়লা উৎপাদনের পরিমাণ প্রায় ১০০ কোটি টনে নিয়ে যেতে চায় বলে ঘোষণা করেছে। ‘কোল মাইনস (স্পেশাল প্রভিসন)’ বিলটি সেই লক্ষ্যে একটি পদক্ষেপ।
অর্ডিন্যান্সের মতো নতুন বিলেও সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে খনিগুলি চালানোর সুযোগ রয়েছে। সংসদে বিরোধী দলগুলি এই বিলের নানা অংশ নিয়ে আপত্তি তোলে। দু’দিন আগে কয়লামন্ত্রী পীযূষ গোয়েল সংসদে বিলটি নিয়ে এলে প্রাক্তন কয়লামন্ত্রী কংগ্রেসের জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আপত্তি তোলেন। তাঁর অভিযোগ ছিল, বিলে জমি সংক্রান্ত বিষয়টির সুস্পষ্ট সমাধান করা হয়নি। তা ছাড়া এই বিলে কয়েক লক্ষ খনি শ্রমিকের জীবনযাত্রার মান উন্নয়নের কোনও উল্লেখ নেই বলেও তিনি জানান। সরকারের সামনে ভারতের কয়লা ক্ষেত্রের সংস্কারের বিশাল সুযোগ রয়েছে। এই বিলটি এনে কেন্দ্র সেই সুযোগ নষ্ট করেছে বলে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার মত।
আপত্তি তোলেন তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সরকার কেন নিলামের মাধ্যমে কয়লা ব্লকগুলি বিতরণ করতে চাইছে তা নিয়ে তিনি আপত্তি তোলেন। নিলামের বদলে কোল ইন্ডিয়া হাতেই ব্লকগুলি তুলে দেওয়ার দাবি করেন তিনি। এআইএডিএমকে এবং বিজেডি সরকারকে কয়লা সংক্রান্ত আরও একটি দুর্নীতির ব্যাপারে সতর্ক করে দেয়। এই বিলে সেই আশঙ্কা রয়েছে বলে তাদের দাবি। এআইএডিএমকে আবার খননের জন্য যাঁরা জমিহারা হবেন বিলে তাঁদের ক্ষতিপূরণের ব্যবস্থা করার দাবি তোলে। আপত্তি তোলে সিপিএমও। কিন্তু কোনও আপত্তিই শোনেনি সরকার।